adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে গুড়িয়ে দিত চায় আফগানিস্তান

AFGANISTANমেহেদি মাসুদ : বিশ্বকাপের সুপার এইটে খেলা নবাগত আফগানিস্তানের স্বপ্ন। সেই লক্ষ্যে এগুতে তারা বাংলাদেশের বিরুদ্ধে সেরা খেলা উপহার দিবে। আফগানিস্তান মনে করছে বাংলাদেশের বিরুদ্ধে জিততে মোটেও কষ্টের হবে না। বাংলাদেশকে গুড়িয়ে দিতে চান আফগান দলপতি ও কোচ।  অস্ট্রেরিযার মাটিতে পা রেখেই ক্রিকেটের সর্বোচ্চ আসরে মাশরাফি মুর্তজার বাংলাদেশকে হারানোর ছক কষছে মোহাম্মদ নবি-শাপুর জরদানরা।
প্রথম বিশ্বকাপে অংশ নেয়ার আগে আফগান অধিনায়ক জানান, ১৮ ফেব্র“য়ারি ক্যানবেরায় বাংলাদেশের বিপক্ষে জয় তাদের কোয়ার্টার ফাইনালের স্বপ্নকে জীবন্ত করে তুলতে পারে। এজন্য অকুতোভয় হয়েই মাঠে নামবে তারা। ২০০৯ সালে ওডিআই স্ট্যাটাস পাওয়ার পর এখন পর্যন্ত মাত্র ২৫টি ম্যাচ খেলেছে আফগানিস্তান। কিন্তু তাদের সীমিত অভিজ্ঞতা টাইগারদের অঘটন উপহার দেয়ার পথে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ২০১৪ সালের মার্চে দুই দলের একমাত্র মোলাকাতে ৩২ রানে জয় তুলে নিয়েছিল আফগানরা। ওই ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে মঞ্চ আলোকিত করেছিলেন নবি।
সেই ম্যাচের স্মৃতি উচ্চারণ করে আফগান অধিনায়ক বলেন, ‘দ্বিতীয় রাউন্ডে নাম লেখাতে সেটাই (বাংলাদেশকে হারানো) আমাদের প্রধান পরিকল্পনা। প্রথম ম্যাচে আমরা যদি বাংলাদেশকে হারাতে পারি, এরপর স্কটল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিতে পারি এবং আরেকটি বড় দলকে হারাতে পারি তাহলে সেরা আটে নাম লেখানো সম্ভব। এজন্য গত তিন মাস ধরে প্রস্তুত হচ্ছে ছেলেরা।’ বড় স্বপ্ন আঁকার সময় কোনো বাধাই মানছেন না মোহাম্মদ নবি। এক প্রশ্নের জবাবে, ভারতকে হারানোর প্রত্যয়ও ব্যক্ত করেন এই অলরাউন্ডার। ক্রিকইনফো
ভিন্ন কন্ডিশনে কীভাবে ভালো করা সম্ভব- এমন প্রশ্নে নবি জানান, আমাদের ভালো পেস ব্যাটারি আছে। যারা দ্রুত উইকেটে প্রতিপক্ষকে নাড়িয়ে দেয়ার ক্ষমতা রাখে, ব্যাটসম্যানরাও আত্মবিশ্বাসী। যা ভালো কিছু করতে সাহায্য করবে তাদের। তাছাড়া অতীতে তারা টেস্ট খেলুড়ে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে হারিয়েছে। এটাও আত্মবিশ্বাসের পালে হাওয়া লাগাবে তাদের। উল্রেখ্য, গ্র“প-এ’তে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইংল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে আফগানিস্তান।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া