adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজপথে বিএনপি

2015_12_16_20_13_53_0b9ySKbdpMhnus1WupxaVloYR8DaMc_originalডেস্ক রিপোর্ট : দীর্ঘদিনের গুমোট ছেড়ে রাজপথে নামলো দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। বিশাল শোডাউনের কাঁপলো রাজপথ। শত শত নেতাকর্মীর কণ্ঠে একসঙ্গে ধ্বনিত হলো বাংলাদেশের নাম। উতসুক শহরবাসীও দেখলো এতোদিন ধরে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের।

বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীরা বিজয় দিসব পালন করেছে। নগরীতে বের হয়েছে বিজয় র‌্যালির বিশাল শোডাউন নিয়ে।

গেল বছরের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার বিরোধী আন্দোলনে নেমে মামলায় জড়িয়ে মাঠছাড়া হয়ে গিয়েছিল দলেন নেতাকর্মীরা। এরপর গেল দুই বছর ধরেই রাজপথে পা পড়েনি বিএনপি নেতাকর্মীদের। দেশে রাজনৈতিক গুমোট দশার কারণে বাড়ছিল অস্বস্তিও।

এর মধ্যে বাংলাদেশের ৪৪তম মহান বিজয় দিবস পালন উপলক্ষে রাজপথে দেখা মিলল বিএনপি নেতাকর্মীদের। বরিশাল নগরীতে বিজয় র‌্যালিতে বড় রকমের শোডাউনে নামে। সেই সঙ্গে দলটির অঙ্গ-সংগঠন যুব, ছাত্র, স্বেচ্ছাসেবক ও শ্রমিকদলের নেতাকর্মীরাও বিশাল আকারের র‌্যালি বের করে।

দীর্ঘদিন পর বিএনপিকে রাজপথে দেখে ব্যাপক কৌতুলহ সৃষ্টি হয়। এ ঘটনা নিয়ে শহরময় সৃষ্টি হয় নানা আলোচনা। অনেকের ভাষ্য, অবশেষে দীর্ঘদিন পরে স্বতঃস্ফুর্তভাব রাজপথে দেখা মিললো বরিশাল বিএনপির।’

বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বরিশালে গেল বছরের ৫ জানুয়ারির নির্বাচনপরবর্তী সময়ে সরকারবিরোধী আন্দোলনে নামে বিএনপি নেতাকর্মীরা। এরপর মামলায় জড়িয়ে মাঠ ছেড়েছিল নেতাকর্মীরা। একই সঙ্গে গ্রেপ্তার আতঙ্কে তারা আত্মগোপনে চলে যায়।

এসব কারণে গত ৯ মাসে বরিশাল বিএনপিকে কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামতে দেখা যায়নি। এমনকি কেন্দ্র ঘোষিত কর্মসূচিও তেমন জোরালোভাবে পালন হয়নি বললেই চলে।

এ পরিস্থিতিতে বুধবার কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে মহান বিজয় দিবস পালনে বড় রকমের শো-ডাউন করে নেতাকর্মীরা। সকাল ১০টার দিকে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে র‌্যালি বের হয়। কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয় র‌্যালিতে।

র‌্যালিটি মিছিল আকারে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ বেদিতে যায়। সেখানে বরিশাল মহানগর বিএনপির পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দক্ষিণা বিএনপি কর্ণধার সরোয়ার।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর জিয়া উদ্দিন সিকদার, সহ-সভাপতি অ্যাডভোকেট মহশিন মন্টু, সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক ও সহসাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন প্রমুখ।

এর কিছুক্ষণ পরে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীনের নেতৃত্বে একটি র‌্যালি অশ্বিনী কুমার টাউন হল থেকে মিছিল আকারে বের করা হয়। এতেও দলের সিনিয়ার সহ-সভাপতি তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার হাতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। পরে তারা শহীদ বেদিতে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এছাড়াও বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে একই স্থান থেকে একটি র‌্যালি বের করা হয়। এতেও অংশ নেয় কয়েক হাজার নেতাকর্মী।

দলীয় সূত্রমতে, বিজয় দিবসে মাঠে থাকার জন্য এখানকার নেতারা কয়েক দফা সভা করেছেন। ওই সভায় কর্মীদের মাঠে নামতে নির্দেশনা দেন নেতারা। সেই নির্দেশনা অনুযায়ী বুধবার মাঠে নেমে বিজয় র‌্যালিতে অংশ নেয় তারা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া