adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার রাতে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই

REALস্পোর্টস ডেস্ক : ইউরোপের ক্লাব ফুটবল উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ৩ জুন শনিবার। ওয়েলসের রাজধানী কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে দুবারের শিরোপাজয়ী ইউভেন্তুসের মুখোমুখি হবে রেকর্ড ১১ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে শনিবার (০৩ মে) বাংলাদেশ সময় রাত পৌনে একটায়। 

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ছয়টি ফাইনালের হার তাড়িয়ে বেড়াচ্ছে জুভেন্টাসকে। সর্বশেষ চারবার ফাইনালে উঠেও শিরোপা লাভ করতে ব্যর্থ হয়েছে ইতালীয়ান জায়ান্টরা। এটাই এখনো ক্লাবটিকে তাতিয়ে রেখেছে। জুভেন্টাসের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি অবশ্য কার্ডিফ থেকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটি ইতালিতে নিয়ে যাবার ব্যাপারে বেশ আশাবাদী। দারুণ ফর্মে ফিরে আসা ইতালীয় জায়ান্টদের পরপর তিনবার লিগ শিরোপা ও দুইবার কাপ শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে। 

চ্যাম্পিয়নস লিগ যুগে প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার হাতছানি রিয়ালের সামনে। যেটি রিয়াল কোচ জিনেদিন জিদানকেও নিয়ে যাবে নতুন উচ্চতায়। রিয়ালের সর্বশেষ তিনটি চ্যাম্পিয়নস লিগের সঙ্গেই কোনো না কোনোভাবে জড়িয়ে তিনি। নবমটা (২০০১-০২) জিতেছিলেন খেলোয়াড় হিসেবে, সহকারী কোচ হিসেবে দশমটা (২০১৩-১৪), গত বছর একাদশতম চ্যাম্পিয়নস লিগ ট্রফিটা জিতেছেন কোচ হিসেবে। এবার ‘দুয়োদেসিমা’ জেতার পথে শেষ বাধা তাঁরই সাবেক ক্লাব জুভেন্টাস! 

২০০১ সালে রিয়ালে যোগ দেওয়ার আগে টানা পাঁচ বছর জুভের জার্সিতেই মাঠ মাতিয়েছেন জিদান। এই ফাইনালটা নিয়ে রিয়াল কোচ তাই আবেগাপ্লুত, ‘জুভেন্টাসের হয়ে আমার কত দারুণ স্মৃতি। এটা আমার কাছে বিশেষ এক ম্যাচ।’ 
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া