adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শেয়ারবাজারে ফিফার বিনিয়োগ প্রায় ৮ হাজার কোটি টাকা

fifaস্পাের্টস ডেস্ক : ফুটবল খেলা আয়োজনের পাশাপাশি শেয়ার ব্যবসায়ও করছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন (ফিফা)। সংস্থাটি শেয়ারবাজারে তাদের বিনিয়োগ আরও বাড়াচ্ছে। ফিফার আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।

ফিফা মূলত ফুটবল খেলা আয়োজন করে প্রতিবছর প্রায় হাজার হাজার কোটি টাকা মুনাফা করে। ওই মুনাফা সংস্থাটির অ্যাকাউন্টে অলস অর্থ হিসেবে জমা রয়েছে। ওই অলস টাকার কিছু অংশ শেয়ার ব্যবসায় বিনিয়োগ করেছে ফিফা।

২০১৫ সাল শেষের দিকে শেয়ারবাজারে ইক্যুইটি সিকিউরিটিজে (সাধারণ শেয়ার) ফিফার ১ দশমিক ০৭৫ মিলিয়ন ডলার বা ৮ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ৮০ টাকা দরে) বিনিয়োগ করে। একই সঙ্গে সংস্থাটি ডেবট সিকিউরিটিজে (বন্ড, ট্রেজারার ইত্যাদি) ৯৯৪ দশমিক ১১২ মিলিয়ন ডলার বা ৭ হাজার ৯৫৩ কোটি টাকা বিনিয়োগ করে। ফলে ওই সময় সংস্থাটির মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ৭ হাজার ৯৬১ কোটি ৬০ লাখ টাকা।

আগের বছর অর্থাৎ ২০১৪ সালে শেয়ারবাজারে ফিফার মোট বিনিয়োগ ছিল ৫ হাজার ৬৮৪ কোটি ৩৪ লাখ টাকা। এর মধ্যে ইক্যুইটি সিকিউরিটিজে ১ দশমিক ০৪২ মিলিয়ন ডলার বা ৮ কোটি ৩৪ লাখ টাকা ও ডেবট সিকিউরিটিজে ৭০৯ দশমিক ৫১৩ মিলিয়ন ডলার বা ৫ হাজার ৬৭৬ কোটি টাকা বিনিয়োগ ছিল। সে হিসাবে ২০১৫ সালে শেয়ার ব্যবসায় ফিফার ২ হাজার ২৭৭ কোটি ২৬ লাখ টাকা বিনিয়োগ বেড়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া