adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুবলীগ নেতা বাহারের কুকীর্তির বাহার

baharডেস্ক রিপোর্ট :  লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শিবপুর ও আশপাশ এলাকায় যুবলীগ নেতা বাহার হোসেনের (৩২) অত্যাচারে লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে। বাহার বামনী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। নির্যাতনের শিকার লোকজন প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো সুফল পাচ্ছে না।

এ ছাড়া তাঁর বিরুদ্ধে এলাকায় অস্ত্র প্রদর্শন, চুরি-ডাকাতিতে মদদ ও ইয়াবা ব্যবসা করার অভিযোগ রয়েছে। তবে ওই যুবলীগ নেতা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

স্থানীয়দের অভিযোগ, শিবপুরের মৃত ইউসুফ আলীর ছেলে বাহার ও তাঁর সহযোগীদের নিয়ে লোকজন সব সময় আতঙ্কে থাকে। মান-সম্মানের ভয়ে অনেকে নির্যাতনের শিকার হলেও মুখ বুজে সহ্য করে। সর্বশেষ গত মঙ্গলবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনা নিয়ে বাহার শিবপুর গ্রামের আক্কাস মৃধার ছেলে দিনমজুর ইব্রাহিম মৃধাকে মারধর করেন। তাঁর (ইব্রাহিম) স্ত্রী মহিমা আক্তার শিপু বাধা দিতে গেলে তাঁকে শারীরিক নির্যাতন করা হয়। এ সময় তিন হাজার টাকা লুটে নেয় তারা। পরে মহিমাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় জেলা আদালতে একটি মামলা করা হয়।

গত ১৫ নভেম্বর বাহার একদল লাঠিয়াল নিয়ে ইকবাল হোসেনের বাড়িতে হানা দেয়। বাড়ির গাছ থেকে নারিকেল-সুপারি পাড়ে এবং পুকুরে বেড় জাল নামিয়ে মাছ ধরে লুটে নেয়। এতে তাঁর দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়। প্রতিবাদ করলে ইকবালের স্ত্রী রোকসানা বেগম ও ছেলে ইবতেজা ইকবালকে মারধর করা হয়। এ ঘটনায় করা থানায় লিখিত অভিযোগটি রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ তদন্ত করছেন। এ ছাড়া কয়েক সহযোগীকে নিয়ে ১৪ নভেম্বর মোবারক আলী ভূঁইয়া বাড়ির দিঘির পাড় থেকে আবুল বাশারের মালিকানার কিছু গাছ থেকে নারিকেল ও সুপারি পাড়ে। এ সময় বাশারের স্ত্রী জেসমিন আক্তার জিজ্ঞাসা করতে এলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁকে ধাওয়া করা হয়। এ ঘটনায় জেসমিন আক্তার থানায় লিখিত অভিযোগ করেন।

স্থানীয়রা অভিযোগ করেন, বাহার ও তাঁর সহযোগীদের নির্যাতনের শিকার হয়েছে শিবপুর গ্রামের সফিকের ছেলে জুয়েল, আমিন উল্যা হাওলাদার বাড়ির ব্যবসায়ী দেলোয়ার, ওই এলাকার মাসুদ পাটোয়ারী, কাঠমিস্ত্রি খোরশেদ, শাহ আলম পাটোয়ারী, আনোয়ার উল্লাসহ বেশ কয়েকজন।

ইব্রাহিমের স্ত্রী মহিমা আক্তার বলেন, ‘আমাদের (স্বামী-স্ত্রী) মারধর করার পর বাহার পিস্তল দেখিয়ে বলে, এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে পরিণতি ভালো হবে না। আমরা এখন ভয়ে আছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন, ‘এলাকার লোকজনকে বাহারের অস্ত্র প্রদর্শন, চুরি-ডাকাতিতে মদদ ও ইয়াবা ব্যবসাসহ সব অপকর্মের কথা মানুষের মুখে-মুখে। প্রকাশ্যে লোকজনকে মারধর, বাড়িঘরে হামলা, বাগানের নারিকেল-সুপারি লুট, রাস্তায় মোটরসাইকেল আটকে চাঁদা আদায় তার নৈমিত্তিক ঘটনা। মামলা বা পুলিশি তদন্তে গেলে লাঞ্ছনার ভয়ে কেউ সাক্ষ্য দিতেও রাজি হয় না। এতে সে পার পেয়ে যায়।’

বামনী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন ঢালী বলেন, ‘অপকর্মের কারণে বিগত দিনে বাহারকে দুইবার কারণ দর্শাতে (শোকজ) বলা হয়েছে। ভালো হওয়ার জন্য তাকে বলেও লাভ হচ্ছে না। এ অবস্থায় স্থানীয় যুবলীগের আগামী সভায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

বামনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালেহ আহম্মদ বলেন, ‘গ্রামবাসী প্রায়ই বাহারের অত্যাচারের বিষয়ে আমাকে জানায়। তাকে সংশোধন হওয়ার জন্য একাধিকবার বললেও সে কর্ণপাত করছে না। যুবলীগ নেতা হওয়ায় সে অনেকটা বেপরোয়া।’

এ বিষয়ে যুবলীগ নেতা বাহার হোসেন বলেন, ‘কোনো অপকর্মের সঙ্গে আমি জড়িত নই। এলাকায় নারিকেল-সুপারি নিয়ে সামান্য সমস্যা হয়েছে। অস্ত্র প্রদর্শন, চুরি-ডাকাতিতে মদদ ও ইয়াবা ব্যবসা করার অভিযোগ বানোয়াট। আমার বিরুদ্ধে কিছু লোক মিথ্যা কথা রটাচ্ছে।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ‘বিরোধপূর্ণ জমির নারিকেল-সুপারি কেনা নিয়ে বাহারের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাগুলোর তদন্ত চলছে। এলাকার লোকজনকে অস্ত্র প্রদর্শন করাসহ অন্য অভিযোগগুলো কেউ পুলিশকে জানায়নি।’কালেরকণ্ঠ

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া