adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিচার বিভাগের দায়িত্ব ন্যায়বিচার প্রতিষ্ঠা : ইমরান এইচ সরকার

imranSm_833361086নিজস্বপ্রতিবেদক : যুদ্ধাপরাধী,  আলবদর কমান্ডার মীর কাসেম আলীর সর্বোচ্চ শাস্তির রায় আপিল বিভাগে বহাল রাখার দাবিতে বুধবার (০২ মার্চ) শাহবাগে গণ-অবস্থান কর্মসূচি পালন করেছে গণজাগরণ মঞ্চ। স্লোগান, বক্তব্য, কবিতা আবৃত্তি, গানের মাধ্যমে  বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এ কর্মসূচি চলে। 

বিকেলে গণ-অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। বক্তব্যের শুরুতে তিনি শ্রদ্ধা জানান ১৯৭১ সালের ০২ মার্চ স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের কুশীলবসহ সকল মুক্তিযোদ্ধাদের। ২০১৩ সালের ০২ মার্চ সিলেটে হত্যা করা হয় গণজাগরণ মঞ্চের সংগঠক জগতজ্যোতি তালুকদারকে। তার প্রতিও শ্রদ্ধা জানান ইমরান এইচ সরকার।

ইমরান এইচ সরকার বলেন, মীর কাসেম আলী শুধু যুদ্ধাপরাধই করেননি, স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধবিরোধী রাজনীতিকে পুনর্বাসনে প্রধান ভূমিকা পালন করেছেন। ইসলামী ব্যাংকসহ নানা প্রতিষ্ঠান তৈরি করে যুদ্ধাপরাধীদের অর্থনৈতিক ভিত্তিকে দাঁড় করিয়েছেন, যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত, ইসলামী ছাত্রসংঘ তথা ছাত্রশিবিরের পুনর্বাসনে প্রধান ভূমিকা পালন করেছেন। আমরা প্রত্যাশা করছি, মীর কাসেম আলীর মতো যুদ্ধাপরাধীদের বিচার এবং সর্বোচ্চ শাস্তি প্রদানের মাধ্যমে মুক্তিযুদ্ধবিরোধী রাজনীতির কবর রচিত হবে।

তিনি বলেন, এই কুখ্যাত যুদ্ধাপরাধী যদি তার অর্থবিত্তের প্রভাব খাটিয়ে ছাড় পেয়ে যান, তবে সরকার, বিচার বিভাগসহ  আমরা কেউই এর দায় এড়াতে পারবো না। ভবিষ্যত প্রজন্ম কাউকেই ক্ষমা করবে না। মীর কাসেম আলী ট্রাইব্যুনাল শুরুর পর থেকে লবিস্ট নিয়োগের মাধ্যমে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার যে চেষ্টা চালিয়েছেন, তা আজও অব্যাহত আছে। তার প্রতিফলন আমরা বিভিন্ন বক্তব্যে দেখতে পাই।

ইমরান আরো বলেন, যে ট্রাইব্যুনালের পরীক্ষিত বিচারপতিরা মীর কাসেমের ফাঁসির রায় দিয়েছেন, তাদেরই সাবেক সহকর্মী নজরুল ইসলাম অর্থের বিনিময়ে রাষ্ট্রের বিপক্ষে মামলা লড়েন। যেভাবে মীর কাসেম আলীরা অর্থের বিনিময়ে টবি ক্যাডম্যানদের মতো লবিস্টদের কিনেছেন, সেভাবে আজকে তারা নজরুল ইসলামের মতো বিচারপতিদের কিনছেন।

জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ইমরান এইচ সরকার বলেন, মীর কাসেম আলীরা যতোই অর্থই ঢালুন, যতো ষড়যন্ত্রই করুন, তারা যেন কোনোভাবে ছাড় না পান সেজন্য বাংলাদেশের জনগণকে সব সময় সজাগ এবং সতর্ক থাকতে হবে। আগামী ৮ মার্চ ট্রাইব্যুনালের দেওয়া মীর কাসেমের সর্বোচ্চ শাস্তির রায় আপিল বিভাগেও বহাল থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। 

ইতোমধ্যে চারজন কুখ্যাত যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির রায় কার্যকর হয়েছে। আমরা প্রত্যাশা করি, পঞ্চম ও ষষ্ঠ যুদ্ধাপরাধী হিসেবে মীর কাসেম আলী ও মতিউর রহমান নিজামীর সর্বোচ্চ শাস্তি কার্যকর হবে।

তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নে আগেও বাংলাদেশের জনগণ কোনো আপোস করেনি, ভবিষ্যতেও করবে না। মীর কাসেমের রায় নিয়ে কোনোরকম আপোস করা হলে তা হবে মুক্তিযুদ্ধের পরিপন্থী, ন্যায়বিচারের পরিপন্থী।

নায়বিচার নিয়ে মানুষের মনে আশঙ্কা তৈরি হয়েছে উল্লেখ করে ইমরান এইচ সরকার বলেন, যখন হাইকোর্টের বিচারপতিকে টাকা দিয়ে কেনা যায়, তখন মানুষের মনে আশঙ্কার সৃষ্টি হয়, ন্যায়বিচার পাওয়া যাবে কি-না। বিচার বিভাগের দায়িত্ব মীর কাসেমদের সর্বোচ্চ শাস্তি প্রদানের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে মানুষের আশঙ্কা দূর করা।

পরবর্তী কর্মসূচি ঘোষণা করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, আমরা প্রত্যাশা করি, যুদ্ধাপরাধীরা যতোই লবিস্ট নিয়োগ করুক, বাংলার মাটিতে তাদের ঠাঁই নাই, এটা ৮ মার্চ প্রমাণিত হবে। আজকের মতো আগামী শুক্রবার (০৪ মার্চ) ও রোববার (০৬ মার্চ) একইভাবে আমরা গণ-অবস্থান কর্মসূচি পালন করবো এবং ০৮ মার্চ সকাল ৮টা থেকে আপিল বিভাগে মীর কাসেমের রায় ঘোষণা পর্যন্ত শাহবাগে থাকবে গণজাগরণ মঞ্চ। 

‘আমরা আশা করছি, এই স্বাধীনতার মাসেই আলবদর মীর কাসেম আলীর সর্বোচ্চ শাস্তির রায় কার্যকরের মাধ্যমে বাংলাদেশ কলঙ্কমুক্ত হবে’- বলেন ইমরান।

গণ-অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন জনার্দন দত্ত নান্টু, তাহমীন সুলতানা স্বাতী, শম্পা বসু, জীবনানন্দ জয়ন্ত, ভাস্কর রাসা প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া