adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৫ বছর পর অস্ট্রেলিয়া দলে ফিরলেন টেইট

Australia1453096630স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রায় ৫ বছর পর জাতীয় দলে ফিরেছেন পেসার শন টেইট।

সোমবার ঘোষিত ১৭ সদস্যের দলে ডাক পেয়েছেন আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটসম্যান ট্র্যাভিস হেড ও পেসার অ্যান্ডু টাই। ওয়ানডে সিরিজে অভিষেক হওয়া পেসার স্কট বোল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াডেও জায়গা পেয়েছেন। 

এ ছাড়া টেস্টের নিয়মিত মুখ স্পিনার নাথান লায়নকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে রেখেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। ওয়ানডে সিরিজে বাদ পড়া অলরাউন্ডার শেন ওয়াটসনও টি-টোয়েন্টি দলে থাকছেন।

শন টেইট ২০১১ বিশ্বকাপের পর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের হয়ে বল হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ৮ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। 

তারমধ্যে পেসার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স ইনজুরিতে রয়েছেন। আরেক পেসার মিচেল জনসনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অস্ট্রেলিয়া দলে পেস আক্রমণে কিছু ‘শুন্য’তাও তাই তৈরি হয়েছে। এসব ব্যাপার বিবেচনার পাশাপাশি দারুণ পারফরম্যান্সের কারণেই বছর বয়সি টেইটকে দলে ডেকেছেন নির্বাচকরা। 

অ্যান্ডু টাইও বিগ বাশে দারুণ খেলেছেন। পার্থ স্কোরচার্চের হয়ে আট তিনি ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। দারুণ পাফরম্যান্সের কারণে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন ২৯ বছর বয়সি এই পেসার। 

তি০-টোয়েন্টি সিরিজের পাশাপাশি শেষ দুই ওয়ানডের জন্যও স্কোয়াড ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। নাথান লায়নকেও শেষ দুই ওয়ানডের দলে রাখা হয়েছে। বাদ পড়েছেন উসমান খাজা ও প্যারিস।

টি-টোয়েন্টি স্কোয়াড:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, জেমস ফকনার, জন হাস্টিং, শন মার্শ, ক্যামেরন বয়েস, নাথান লায়ন, ক্রিস লিন, ট্র্যাভিস হেড, কেন রিচার্ডসন, অ্যান্ডু টাই, স্কট বোল্যান্ড ও শট টেইট।

শেষ দুই ওয়ানডের স্কোয়াড:  
স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, জর্জ বেইলি, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, জেমস ফকনার, জন হাস্টিং, স্কট বোল্যান্ড, কেন রিচার্ডসন, নাথান লায়ন ও শন মার্শ।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া