adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার শুরু হচ্ছে লেদারটেক ফেয়ার

2015_11_25_15_02_29_31CSVDGvrIEXTEUun7bSKvoAbPpHcq_originalনিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী চামড়া শিল্পের সবচেয়ে বড় ট্রেড শো ‘তৃতীয় লেদারটেক বাংলাদেশ ২০১৫’। দেশের চামড়া ও চামড়াজাত শিল্পের আধুনিকায়ন এবং উন্নয়নে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলার আসর বসবে রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের ৪ নম্বর হলে। সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলাটি সবার জন্য উš§ুক্ত থাকবে। 

এ উপলক্ষে বুধবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মেলা সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেলার আয়োজক  ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের পরিচালক সেলিম বাসার।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশ, ভারত, চীন, তুরস্ক, মিশর, শ্রীলংকা, ইতালি, সিংগাপুর, জাপান, তাইওয়ান, হংকংসহ ১৩টি দেশের ৩০ টি প্যাভিলিয়নসহ ১৭০ প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশগ্রহণ করবে।

মেলার উদ্বোধন করবেন শিল্প সচিব মোশারফ হোসেন ভূইয়া।

মেলার আয়োজক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক কাজি রওশান আরা সুমি বলেন, আমরা শুধু লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার নিয়ে কাজ করি না, আমরা ক্ষুদ্র উদ্যোক্তা বাড়াতেও কাজ করি।  উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে এই কাজে সম্পৃক্ত করা হয়। 

আয়োজক প্রতিষ্ঠানের অপর পরিচালক টিপু সুলতান বলেন, সব মিলিয়ে এবারের প্রদর্শনীর আকার এবং আওতা দুটোই বিস্তৃতি ঘটেছে। স্থানীয় শিল্পকে চামড়া শিল্পের সর্বাধুনিক প্রযুক্তির উৎস সম্পর্কে জানাতে এবারের আয়োজনে মেশিনারি, কম্পোনেন্ট এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশ বড় পরিসরে উপস্থাপন করা হবে।

আয়োজনের পৃষ্টপোষকতায় রয়েছে, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি, সেন্টার অব এক্সিল্যান্স ফর লেদার স্কিল বাংলাদেশ লিমিটেড, কাউন্সিল ফর লেদার এক্সপোর্টস এবং ইন্ডিয়ান ফুটওয়্যার কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারারস অ্যাসোসিয়েশন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আসক ট্রেড এক্সিবিশনের  পরিচালক নন্দ গোপাল কেসহ অন্যান্যরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া