adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু

NAWGAONডেস্ক রিপাের্ট : নওগাঁয় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই শিক্ষার্থীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকালের দিকে এসব ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ করেই জেলাব্যাপী ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় বেশ কয়েকটি বজ্রপাতর ঘটনা ঘটে। 

পুলিশের তথ্যমতে, বিকালে সদর উপজেলার সরিজপুর গ্রামের হাসেমের ছেলে শিক্ষার্থী রফিকুল ইসলাম ও ফতেপুর গ্রামের জাহের আলীর ছেলে শিক্ষার্থী আমজাদ হোসেন আম কুড়াতে বাড়ির পাশের একটি বাগানে গেলে বজ্রপাতে মারা যায়।

জেলার আত্রাই উপজেলার দর্শন গ্রামে ধান কাটার সময় রাজশাহীর বাঘা উপজেলা থেকে আসা হাতেম আলীর ছেলে রতন ও একই এলাকার আফতাবের ছেলে মিলন বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।

এছাড়া জেলার মহাদেবপুর উপজেলার বিরগ্রামের আসাদুলের ছেলে আরাফাত মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে জ্ঞান হারায়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া