adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাজারে আসছে পাওয়ার হাউজ ফােন – চলবে এক চার্জেই ২৯ দিন

PHONEডেস্ক রিপাের্ট :  অনেক নামিদামি ব্রান্ডের মোবাইল। দেখতেও চকচকে ঝকঝকে। কিন্তু কাজের বেলায় বাজে আচরণ। ৩ ঘণ্টা চার্জ দিলেও এক ঘণ্টা পরই ব্যাটারি ডাউন। যতটুকু না কথা তারচেয়ে বেশি সময় যায় চার্জ দিতে দিতেই। এ নিয়ে বিরক্ত হতে হতে কখনওবা হাত থেকে ঢিল মারতে ইচ্ছে হয় পছন্দের ফোনটিকে। 

কিন্তু এই চার্জ ঝামেলা এবার আর একেবারেই থাকবে না। চার্জ যন্ত্রণা ফুরোতে দেশের বাজারে আসছে সবচেয়ে বেশি মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির একটি ফোন। যেটি এক চার্জেই চলবে ২৯ দিন। 

একই সঙ্গে এই ফোন থেকে একসঙ্গে তিনটি ফোনে চার্জ দেওয়া যাবে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিগো মোবাইল।

সাড়ে ৭ হাজার মিলি-অ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারির ফোনটির নাম দেওয়া হয়েছে ‘পাওয়ার হাউজ’। এটি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যায়। ভ্রমণপিপাসুরা লম্বা সফরে এ ফোনটি সঙ্গে নিতে পারেন। তাতে চার্জ ঝামেলা থেকে মুক্ত হয়ে ভ্রমণ হবে আরও আনন্দের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চার্জ কমে গেলে কিংবা ফুরিয়ে গেলেও বিশেষ মুহূর্তে ফোনটির এসওএস ফিচারের মাধ্যমে পূর্ব নির্ধারিত ৫ জন ব্যক্তির কাছে স্বয়ংক্রিয় ফোন ও এসএমএস পাঠানো যাবে। 
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া