adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জঙ্গী আতঙ্কে কাঁপছে কলকাতা

1443585747আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দুর্গাপুজায় কলকাতায় বড়সড় জঙ্গি হামলার সতর্কবার্তা দেয়ার পর আতঙ্কে কাপছে পুরো শহর। শহরের বহুতলে নয় জনবহুল এলাকাই হবে টার্গেট। ইতিমধ্যেই প্রস্তুত থাকার নির্দেশ পেয়েছে এনএসজি কমান্ডোরা।

মধ্যমগ্রামের ব্ল্যাক ক্যাট কমান্ডোরা ঘনবসতিপূর্ণ এলাকার দিকে নজর দিয়েছে। যাতে বেশি য়তি হয় সেটাই জঙ্গিদের ল্য হতে চলেছে বলে জানা গিয়েছে। বিভিন্ন জায়গায় এনএসজি কমান্ডোরা জঙ্গি দমনের প্রস্তুতিও শুরু করেছে।

মঙ্গলবার সকালেই হেলিকপ্টার নিয়ে প্রস্তুতি শুরু করেছে কমান্ডোরা। এদিন কলকাতা এয়ারপোর্ট থেকে উড়ে গিয়ে বিটি রোডের ধারে একটি বিস্কুট কারখানারছাদে নামে তারা।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, অনেক ভাবনা চিন্তার পর ওই কারখানায় পাঠানো হয়েছে কমান্ডোদের। এর আগে শহরের কয়েকটি হোটেলে গিয়ে মহড়াও দিয়েছে তারা। মেট্রো স্টেশনগুলিতে গিয়ে মহড়া দেবে কমান্ডোরা।

এইসব জায়গাগুলোই টার্গেট হতে পারে বলে মনে করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রক আরও জানিয়েছে যে বিশেষভাবে এই জায়গাগুলোতেই হামলা হবে এমন কোনও কথা নেই। তবে এমন জায়গা হামলা হওয়ার সম্ভাবনা যেখানে কম সময়ে বেশি তি করা সম্ভব।

এদিন বিস্কুট কারখানায় গিয়ে নকল মহড়া দেওয়া হয়। কর্মীদের বন্দি সাজিয়ে রাখা হয়। এভাবেই উদ্ধারকাজের মহড়া দেয় কমান্ডোরা। সূত্র: কলকাতা২৪

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া