adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চলতি মাসে রাজশাহী সীমান্ত দিয়ে ৪০ হাজার ভারতীয় গরু ঢুকেছে

indian_cow1442947538ডেস্ক রিপোর্ট : ঈদ-উল-আজহার শেষ মূহূর্তে রাজশাহী অঞ্চলের সীমান্ত দিয়ে বিপুল পরিমাণে ভারতীয় গরু আসছে। চারদিনে আট হাজারের গরু ভারতীয় সীমান্ত পেরিয়ে এসেছে।
 
রাজশাহী অঞ্চলের গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সদরের হাকিমপুর, বাখের আলী, বগচর, শিবগঞ্জ এবং ভোলাহাট সীমান্ত দিয়ে দুই মাস ধরে গরু আসা শুরু হয়েছে। গত ১ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সুলতানগঞ্জ শুল্ক করিডোরে ১৫ হাজার ১৭২টি গরুর রাজস্ব ছাড়পত্র নিয়েছেন গরু ব্যবসায়ীরা। এ পরিমাণ গরু থেকে সরকার রাজস্ব পেয়েছে ৭৫ লাখ ৮৬ হাজার টাকা। তবে সরকারি কাগজপত্রে ১৫ হাজার ১৭২টি গরু দেশে প্রবেশের হিসেবে দেখানো হলেও, বাস্তবে এসেছে এর চেয়ে অনেক বেশি।
 
সীমান্ত এলাকার গরু ব্যবসায়ীদের একটি সূত্র জানায়, গত ২২ দিনে দেশে গরু প্রবেশ করেছে আনুমানিক ৪০ হাজার। এেেত্র অন্তত ২৫ হাজার গরুর রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে সরকার রাজস্ব হারিয়েছে কমপে ১ কোটি ২৫ লাখ টাকা।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ সদরের সীমান্ত এলাকা দিয়ে যেসব গরু দেশে প্রবেশ করবে, সেগুলোর রাজস্ব ছাড়পত্র করতে হবে সুলতানগঞ্জ শুল্ক করিডোর থেকে। সীমান্ত দিয়ে গরু প্রবেশের পর সুলতানগঞ্জ করিডোরের বিটে গরু রাখার নিয়ম। এরপর গরুপ্রতি সরকার রাজস্ব পাবে ৫শ টাকা। করিডোরের শুল্ক কার্যালয় থেকে টাকা জমা দিয়ে রাজস্বের ছাড়পত্র সংগ্রহ করতে হয়।
 
কিন্তু মঙ্গলবার সুলতানগঞ্জ শুল্ক করিডোরে গিয়ে দেখা গেছে, বিটগুলোতে কোনো গরু নেই। করিডোর ফাঁকা। অথচ ৬৩৩টি গরুর ছাড়পত্র সংগ্রহ করেছেন ব্যবসায়ীরা। জানা গেছে, শুল্ক কর্মকর্তার সহযোগিতায় গরু ব্যবসায়ীরা সুলতানগঞ্জ করিডোরে গরু আনছেন না।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া