adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারী বিশ্বকাপ -দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি

LOGOক্রীড়া প্রতিবেদক : নারী বিশ্বকাপের ফাইনাল আগেই নিশ্চিত করেছে স্বাগতিক ইংল্যান্ড। এবার কোন দল তাদের প্রতিপক্ষ হবে, সেই অপেক্ষায় প্রহর গুণছে ক্রিকেট বিশ্ব।   
আইসিসি নারী বিশ্বকাপে ১৮ জুলাই প্রথম সেমিফাইনালে  দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠে স্বাগতিক ইংল্যান্ড। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ কে হতে যাচ্ছে সেটা  আগামীকাল বৃহস্পতিবার নির্ধারিত হবে। ওই দিন দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। ডার্বির কাউন্টি গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।
এঙ্গলবারের ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে ইংল্যান্ড। ইনিংসের দুই বল বাকি থাকতে দুই উইকেট হাতে রেখে জয় তুলে নেয় তারা। ম্যাচটিতে জয়ের জন্য শেষ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩ রান। তারপরও শেষ ওভারে উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিল সাউথ আফ্রিকা।
গত ২৪ জুন আটটি দলের অংশগ্রহণে শুরু হয় আইসিসি নারী বিশ্বকাপের আসরে। এই আসরে অংশ নেয় মোট আটটি দল। লিগ পর্ব থেকেই বিদায় নেয় নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান। আগামী ২৩ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া