adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের ফুটবলে ডাচ অধ্যায় শেষ – শুরু হলো ইতালিয়ান অধ্যায়

BFF1441861151ক্রীড়া প্রতিবেদক : ২০১৩ সালে বাংলাদেশের ফুটবলের পালে ডাচ ফুটবলের হাওয়া লাগে। মোটা অঙ্কের বেতনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় লোডভিক ডি ক্রুইফকে। তার সহকারী হিসেবে থাকেন আরেক ডাচ কোচ রেনে কস্টার। কস্টার বেশ আগেই বিদায় নিয়েছেন। এবার বিদায় বলতে হলো লোডভিক ডি ক্রুইফকেও।

বুধবার দিবাগত রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক নৈশভোজে ক্রুইফকে আমন্ত্রণ জানানো হয়। আর সেখানেই জানিয়ে দেওয়া হয়, ক্রুইফ আর থাকছেন না। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রুইফও। এর মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবলে ডাচ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।

ডাচ অধ্যায় শেষে বাংলাদেশের ফুটবলের পালে ইতালিয়ান ফুটবলের হওয়া লাগতে যাচ্ছে। ইতালিয়ান সিরি আ লিগের কাব এএস রোমার একাডেমির কোচ ফ্যাবিও লোপেজ হচ্ছেন বাংলাদেশ দলর নতুন কোচ। এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি তাবিথ আউয়াল। আজ বাফুফের নির্বাহী কমিটির সভায় হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

মঙ্গলবার জর্ডানের কাছে ৪-০ গোলে বাংলাদেশের হারের পরই ক্রুইফকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেয় বাফুফে। অথচ অস্ট্রেলিয়ার বিপে ৫-০ গোলে হারের পরও তার ব্যাপারে ইতিবাচক ছিল বাফুফে। এক ম্যাচের ফলই পাল্টে দিল সব কিছু! 

২০১৩ সালের জুনে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ ফুটবল দলের কোচ হন লোডভিক ডি ক্রুইফ। কিন্তু বনিবনা না হওয়ায় গত বছর অক্টোবরে তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় বাফুফে। এরপর ফিফায় মামলা করার হুমকি দেন এ ডাচ কোচ। কাজ হয় এ হুমকিতে। তাকে ফিরিয়ে আনে বাফুফে। কাজ করতে থাকেন অস্থায়ী কোচ হিসেবে।

চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশ রানার্স আপ হয়। তখন চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় ডাচ কোচকে। আর সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেল ৮ সেপ্টেম্বর।
এদিকে বাংলাদেশের নতুন সম্ভাব্য কোচ ইতালিয়ান ফ্যাবিও লোপেজ সাাৎ করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সহ-সভাপতি তাবিথ আউয়াল ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের সঙ্গে। তাদের কাছে বাংলাদেশের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন লোপেজ।

৪২ বছর বয়সি ইতালিয়ান কোচ ফ্যাবিও লোপেজ খেলোয়াড়ি জীবনে ছিলেন একজন গোলরক। ইতালিয়ান জায়ান্ট এএস রোমার একাডেমির হয়ে খেলার পাশাপাশি ছিলেন কোচও। তবে এরপর ইন্দোনেশিয়ার লিথুনের বেশ কিছু কাবের কোচিং করিয়েছেন লোপেজ। সবশেষ মালদ্বীপের কাব বিজি স্পোর্টসের দায়িত্ব পালন করেন তিনি।

কখনো কোনো জাতীয় দলের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা নেই লোপেজের। তবে এখন দেখার বিষয়, বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়ে কতটুকু সফল হন তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া