adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কী মজার গল্প – কর দেয় পেট্রোবাংলা, পুরস্কার নেয় শেভরন

www.bonikbarta6ডেস্ক রিপোর্ট : কয়েক বছর ধরেই দেশে সেরা করদাতা হিসেবে পুরস্কৃত হচ্ছে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন। যদিও প্রতিষ্ঠানটি নিজে কোনো কর দিচ্ছে না। উতপাদন অংশীদারিত্ব চুক্তি (পিএসসি) অনুযায়ী, শেভরনের আয়কর পরিশোধ করছে পেট্রোবাংলা। নিজেরা কর না দিয়েও বহুজাতিক এ প্রতিষ্ঠানের ট্যাক্স কার্ড প্রাপ্তি নিয়ে তাই প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।
এককভাবে দেশের শীর্ষ গ্যাস উতপাদনকারী হিসেবে কাজ করছে শেভরন। তিনটি গ্যাসক্ষেত্রের দায়িত্বে আছে প্রতিষ্ঠানটি। আগের তিন বছরের ধারাবাহিকতায় এবারো ট্যাক্স কার্ড পেতে যাচ্ছে শেভরন বাংলাদেশ ব্লক ১২ লিমিটেড। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবি আর) কাছ থেকে এ-সংক্রান্ত চিঠিও পেয়েছে প্রতিষ্ঠানটি।
বিশেষজ্ঞরা বলছেন, শেভরনের কর পেট্রোবাংলা পরিশোধ করায় রাষ্ট্রের অর্থ হাতবদল হয়ে অন্য কোষাগারে জমা হচ্ছে মাত্র। এখানে শেভরনের কোনো কৃতিত্ব নেই।
এনবি আরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ এ প্রসঙ্গে বণিক বার্তাকে বলেন, শেভরনের কর এনবি আরের নিয়মনীতি মেনে পেট্রোবাংলা পরিশোধ করে। এ হিসেবে ট্যাক্স কার্ড পাওয়া উচিত পেট্রোবাংলার। এজন্য নতুন করে ট্যাক্স কার্ড তালিকা পর্যালোচনা করা যেতে পারে।
এনবি আর সূত্রে জানা যায়, প্রাথমিক তালিকার করদাতা প্রতিষ্ঠান শেভরন বাংলাদেশ ব্লক ১২ লিমিটেড এবং তাল্লো বাংলাদেশ লিমিটেডের সঙ্গে সরকার ও পেট্রোবাংলার পিএসসি রয়েছে। এ হিসেবে প্রতিষ্ঠান দুটির প্রদত্ত কর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা পরিশোধ করে থাকে। তাই এ দুই প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড না দেয়ার পক্ষে মতামত আসে। তবে অনুমোদিত তালিকায় এবারো নাম রয়েছে শেভরনের।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে এনবি আরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বলেন, ট্যাক্স কার্ডের তালিকা তৈরিসহ এ-সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের দায়িত্ব আয়কর বিভাগের। সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি দেখভাল করছে। এ বিষয়ে জানতে আয়কর বিভাগের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।
বিষয়টি নিয়ে করনীতি বিভাগের সদস্য সৈয়দ আমিনুল করিমের কাছে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
সূত্রমতে, ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ট্যাক্স কার্ড প্রদান করার কথা। কোম্পানি পর্যায়ের ১০টি এবং ব্যক্তি পর্যায়ের ১০ করদাতাকে ২০১২-১৩ ও ২০১৩-১৪ করবর্ষের (প্রতি কর বছরের জন্য) ট্যাক্স কার্ড দেয়া হবে। সম্মাননা প্রাপ্ত প্রত্যেক করদাতা পাবেন একটি ক্রেস্ট, একটি পরিচিতি কার্ড ও একটি সম্মাননাপত্র। এনবি আরের পাঁচ সদস্যের একটি কমিটি যাচাই-বাছাই শেষে সম্মাননার সুপারিশ করেছে।
সংশ্লিষ্টরা বলছেন, সরকারের কাছ থেকে বিভিন্ন সময় নানা সুবিধা নিয়ে থাকে শেভরন। পিএসসি অনুসারে সাড়ে ৩৭ শতাংশ করপোরেট ট্যাক্স পরিশোধ করে পেট্রোবাংলা। এর বাইরে গ্যাসক্ষেত্রের জন্য যন্ত্রপাতি আমদানিতেও কর অবকাশ সুবিধা নিয়ে থাকে শেভরন। একই সঙ্গে তারা ট্যাক্স কার্ডও পাচ্ছে।
শেভরন বাংলাদেশের পরিচালক (এক্সটার্নাল অ্যাফেয়ার্স) নাসের আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি বলেন, গত তিন বছরের মতো এবারো সর্বোচ্চ করদাতার স্বীকৃতি পাচ্ছে শেভরন বাংলাদেশ ব্লক ১২ লিমিটেড। ১ সেপ্টেম্বর এক চিঠির মাধ্যমে এনবি আর বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানের আর্থিক কাঠামো ও বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী প্রাপ্ত সুবিধাদি হচ্ছে এ স্বীকৃতির মূল ভিত্তি।
প্রসঙ্গত. মার্কিন কোম্পানি অক্সিডেন্টাল ১৯৯৭ সালের ১৪ জুন সিলেটের ১৪ নম্বর ব্লকের সুরমা বেসিনে মাগুড়ছড়ায় গ্যাসকূপ খননকালে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। ক্ষতিপূরণ না দিয়েই ১৯৯৯ সালে ইউনোকল নামে আরেকটি মার্কিন কোম্পানির সঙ্গে ব্যবসা বিনিময় করে চলে যায় অক্সিডেন্টাল। পরে মাগুড়ছড়ার ক্ষতিপূরণের বিষয়ে কোনো ফয়সালা না করেই ২০০৫ সালে ইউনোকলের ব্যবসা গ্রহণ করে শেভরন। ব -বা

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া