adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জরিমানা গুনলেন সাকিব-ওয়াহাব

sakib11430665780ক্রীড়া প্রতিবেদক : খুলনায় শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের শেষ দিনে ব্যাট করছিলেন সাকিব আল হাসান। ১১৮তম ওভারে তাকে কী যেন বলছিলেন পাকিস্তানের বোলার ওয়াহাব রিয়াজ। বিষয়টা ভালোভাবে নিতে পারেননি সাকিব। ওয়াহাবের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েন বিশ্বসেরা অলরাউন্ডার।
 
সেদিন যা ঘটেছে, তা হয়তো ক্রিকেটীয় আচরণের মধ্যে পড়ে না। তাই জরিমানা গুনতে হলো সাকিব-ওয়াহাব দুজনকেই। আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদের ম্যাচ ফির ৩০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। আইসিসির কোর্ড অব কন্ডাক্টের লেভেল-১ অনুযায়ী সাকিব-ওয়াহাবকে জরিমানা করা হয়েছে।
অপ্রীতিকর ঘটনাটি ঘটে শনিবার বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ১১৮তম ওভারে। একে অপরের দিকে আঙুল তুলে বাগযুদ্ধে লিপ্ত হন সাকিব-ওয়াহাব। এর মধ্য দিয়ে দুজনই আইসিসির কোর্ড অব কন্ডাক্টের ২.১.৮ (এ) ধারাটি ভঙ্গ করেছেন। আর সেই ধারাটি হচ্ছে, ‘কনডাক্ট কন্ট্রারি টু দ্য স্প্রিট অব  দ্য গেম’।
আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাকিব-ওয়াহাব দুজনই তাদের ভুল স্বীকার করেছেন বলে ম্যাচ রেফারি জেফ ক্রো আর তাদের আনুষ্ঠানিক শুনানিতে ডাকেননি।
এ বিষয়ে ক্রো বলেন, ‘ক্রিকেট মাঠে মুখের ওপর আঙুল তুলে কথা বলা কিংবা একে অন্যের দিকে বিশেষ ভঙ্গি করার মতো ঘটনা দুজন সিনিয়র খেলোয়াড়ের কাছ থেকে আশা করি না আমরা। আন্তর্জাতিক ক্রিকেটারদের মনে রাখা ভালো যে, তাদের খেলা লাখো মানুষ দেখছে। সুতরাং তাদের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে। দেখাতে হবে পারস্পরিক শ্রদ্ধাও।’
এদিকে সূত্র জানিয়েছে, পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ড্র করায় ২ লাখ টাকা ম্যাচ ফি পাওয়ার কথা সাকিবের। সেই ফি থেকে ৬০ হাজার টাকা জরিমানা গুনতে হলো বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া