adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে ধূলিঝড়ে নিহত ৮

full_607222106_1441774083আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের পশ্চিমাঞ্চলজুড়ে প্রচণ্ড ধূলিঝড়ের আঘাতে কমপে ৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া, শত শত ব্যক্তি শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একইসঙ্গে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। সাধারণত এ সময়ে মধ্যপ্রাচ্যে ধূলিঝড় হয় না। তা সত্ত্বেও সোমবার থেকে সিরিয়ায় শুরু হয়েছে এ ধূলিঝড়। পরে মিশর, অধিকৃত ফিলিস্তিন, জর্দান, ইরাক, তুরস্ক ও সাইপ্রাসের অংশবিশেষে তা আঘাত হানে।
ধূলিঝড়ে আকাশ ঢেকে যাওয়ায় সিরিয়া সরকার মঙ্গলবার তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা বন্ধ রাখতে বাধ্য হয়েছে। দেশটিতে দুই শিশুসহ অন্তত ছয় ব্যক্তি শ্বাস কষ্টে আক্রান্ত হয়ে মারা গেছেন। অক্সিজেনের ঘাটতি দেখা দেয়ায় সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর এজরের মায়াদিন শহরের অনেক হাসপাতাল রোগী ভর্তি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।

এদিকে, লেবাননের স্বাস্থ্য দফতর বলেছে, ধূলিঝড়ে দেশটিতে অন্তত দুই নারী মারা গেছে। এ ছাড়া শ্বাসকষ্টজনিত কারণে সাড়ে সাতশ ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাশূন্য থেকে নেয়া ছবিতে দেখা গেছে, এ ধূলিঝড়ে সবচেয়ে কষ্টে পড়েছেন লেবাননে আশ্রয় গ্রহণকারী হাজার হাজার সিরিয়া শরণার্থী। এ সব হতভাগ্য ব্যক্তি ভাঙাচোরা শিবিরগুলোর মানবেতর পরিবেশে বসবাস করতে বাধ্য হচ্ছে।

ধূলিঝড়ের কারণে সাইপ্রাসে এ পর্যন্ত ১০ ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছে। ভূমধ্যসাগরীয় দ্বীপদেশটির কর্তৃপ স্বাস্থ্য হুঁশিয়ারি জারি করেছে। এতে বলা হয়েছে, বাতাসে স্বাভাবিক অবস্থার চেয়ে অনেকগুণ বেশি ধূলিকণা রয়েছে। মানুষদের যতটা সম্ভব ঘরে থাকার পরামর্শও দেয়া হয়েছে। এছাড়া মিশরের রাজধানী কায়রোয় আঘাত হেনেছে ধূলিঝড়। এতে নগরীর আকাশ ঘন ধোঁয়াশায় ঢেকে গেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া