adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইন্টারপোলের রেড অ্যালার্টের বিষয়টি সরকারের জানা নেই

Interpol1431610189নিজস্ব প্রতিবেদক : ইন্টারপোলের রেড অ্যালার্টের বিষয়টি সরকারের জানা নেই বলে দাবি  করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।
 
বৃহস্পতিবার দুপুরে গুলশানের লেকশোর হোটেলে সিসিটিভি প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
 
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের একটি আইনি প্রক্রিয়া রয়েছে। দুই দেশের মধ্যে সেই আইনি প্রক্রিয়া শেষ করে সালাহ উদ্দিনকে দেশে ফিরিয়ে আনা হবে। তবে এ ক্ষেত্রে কবে নাগাদ আনা হবে তা এখনো স্পষ্ট নয়। এটি সময়সাপেক্ষ ব্যাপার।
 
এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘সালাহ উদ্দিনের ব্যাপারে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির বিষয়ে সরকার কিছু জানে না। এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’
 
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্লগারদের নিরাপত্তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। সব নাগরিককেই নিরাপত্তা দেওয়া হচ্ছে। হত্যাকারীদের ধরা হয়েছে, আরো ধরা হবে। সেজন্য অভিযান চলছে। আর জঙ্গি ধরতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর মনিটরিংয়ে পুলিশের একটি বিশেষ কমিটি কাজ করছে। আলাদাভাবে কোনো বিশেষ টিম গঠনের চিন্তা আপাতত নেই।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া