adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইনু বললেন – বঙ্গবন্ধু হত্যায় জাসদকে জড়ানো একট ষড়যন্ত্র

bahram-newsনিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জাসদকে জড়ানোর যে অপচেষ্টা বা ষড়যন্ত্র এটার কোনো ভিত্তি নেই।’
তথ্য মন্ত্রণালয়ে বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার দীর্ঘ বিচার প্রক্রিয়ায় সাক্ষীদের কথা, জেরা, বিভিন্ন কাগজপত্র, আদালতের রায় এবং পর্যবেক্ষণে কোথাও জাসদ সম্পর্কে একটা কথাও লেখা নেই। কিন্তু সাম্প্রতিকালে আওয়ামী লীগ ও বিএনপির কতিপয় নেতা জাসদের বিরুদ্ধে একই সুরে, একই সময়ে যে বিষোদ্গার শুরু করেছেন তা আমার বোধগম্য নয়।’
সম্প্রতি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা অভিযোগ করেন যে, বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট তৈরির জন্য জাসদের ভূমিকা ছিল।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, জাসদ-ন্যাপসহ যারা বাম রাজনীতি করতেন তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রেক্ষাপট তৈরি করেছিলেন।
একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ট্যাংকের ওপর দাঁড়িয়ে উল্লাস করেছিল কথিত সেই বিপ্লবীদের কথা আমরা ভুলিনি। পঁচাত্তরের আগে বিপ্লবের নামে রাজনীতিতে যে অস্থির পরিবেশ তৈরি করা হয়েছিল, তার খেসারত পুরো জাতিকে দিতে হয়েছিল।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে হল শাখা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় একই ধরনের বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম।
তিনি বলেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কারণেই সামরিক বাহিনী ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার সাহস পায়।
তিনি বলেন, ‘ভাগ্যের কী নির্মম পরিহাস, আজকে আমাদের জাসদের সঙ্গে রাজনীতি করতে হচ্ছে। পঁচাত্তরের মুজিব হত্যার জন্য তারাও দায়ী ছিল।’
এদিকে গত সোমবার বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন সংবাদ সম্মেলনে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমান হত্যাকাণ্ডে জাসদ নেতা হাসানুল হক ইনু ও তাদের গণবাহিনীর ভূমিকা জাতির সামনে পরিষ্কার করতে হবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করে বিএনপি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া