adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জবাবদিহিতার অভাবে বাংলাদেশে ‘গুম আর নিখোঁজ’ ব্যাপক হারে বেড়েছে’

gggggggডেস্ক রিপোর্ট : আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতার অভাবে বাংলাদেশে ‘গুম-নিখোঁজ’ ব্যাপক হারে বেড়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা। মানবাধিকার সংস্থার বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনটিতে বলা হয়েছে, ‘গুম-নিখোঁজের শিকার এসব মানুষের অধিকাংশই বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী।’
এছাড়া মানবাধিকার সংস্থা ‘অধিকার’ এর বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, ‘গত প্রায় দু’ বছরে বাংলাদেশে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক অন্তত ৭৫ জন গুম হয়েছে। এর মধ্যে ১২ জনের লাশ পাওয়া গেছে। আর জীবিত ফিরে এসেছে ২৮ জন। আর বাকি ৩৫ জন এখনো নিখোঁজ রয়েছে।’
তবে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র- এর তথ্যমতে এই সময়ে (গত দু’ বছরে) আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুমের সংখ্যা অধিকারের দেয়া তথ্যের চেয়ে দ্বিগুণ বলে জানা গেছে। ফোর্সড ডিসঅ্যাপারেন্সের সার্জ ইন বাংলাদেশ’ শিরোনামের প্রতিবেদনটিতে নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনাও ধরা হয়েছে। সেই সঙ্গে ৭৫টি গুমের ঘটনার মধ্যে ৬১টির ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে প্রত্যক্ষদর্শী কর্তৃক অভিযোগ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। আল-জাজিরার প্রতিবেদনটির শুরুতেই রাজধানীর শাহিনবাগ এলাকার বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের নিখোঁজের প্রসঙ্গটি তুলে ধরা হয়েছে।
এতে বলা হয়, ‘রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে কালো পোশাকধারীরা শাহিনকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।’ ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ‘রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী র‌্যাবের পোশাক পরিহিত কয়েকজন অস্ত্রধারী সুমনসহ ছয়জনকে তুলে নিয়ে যায়।’ প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘ সুমন ও তার এক ভাই (কাজিন) তানভীরসহ ছয়জন একটি গাড়িতে করে যাচ্ছিলেন। এসময় কালো পোশাক পরা ওইসব অস্ত্রধারীরা গাড়ি থামিয়ে তাদেরকে নেমে আনে।’ এরপর থেকে ওই ছয়জনের আর কোনো খোঁজ মিলছে না।
সুমনের ছোট বোন সানজিদা বলেন, ‘ঘটনার আধা ঘণ্টার মধ্যেই আমার মা এবং পরিবারের আরো কয়েকজন সদস্য উত্তরা র‌্যাব-১ এ যোগাযোগ করেন। কিন্তু কর্তব্যরত অফিসার র‌্যাবের এ ধরনের অভিযানের কথা অস্বীকার করেন। সেই সঙ্গে অপহƒত সুমনের কোনো তথ্য তাদের কাছে নেই বলেও জানান।’ র‌্যাবের পর পুলিশের কাছে গিয়েও এ ধরনের জবাব পায় সুমনের পরিবারের সদস্যরা। তারা অভিযোগ করেন, ‘তাদেরকে যথাযথভাবে একটি লিখিত অভিযোগ দাখিল করারও সুযোগ দেয়া হয়নি।’
সানজিদা বলেন, ‘পুলিশের কাছে গেলে তারা বলেন- আপনারা কেবল এমন একটি লিখিত অভিযোগ করতে পারেন যে, সুমন বাড়ি থেকে বের হয়ে গেছে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না অর্থাত নিখোঁজ রয়েছে। তারা আসল ঘটনা উল্লেখ করতে দেয়নি এবং র‌্যাব সম্পর্কে কোনো কিছু লিখতে দেয়নি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া