adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিনা বিচারে মানুষ হত্যা বন্ধের আহ্বান ড. কামালের

index_93236ডেস্ক রিপোর্ট : বিনা বিচারে মানুষ হত্যার বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন সংবিধান প্রণেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

জেলা আইনজীবী সমিতি এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক, গণফোরাম নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, হেলাল উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

ড. কামাল হোসেন বলেন, ‘স্বৈরাচার সরকাররা আইন পড়ে না। আইন বিষয়ে তারা অজ্ঞ থাকে। বিনা বিচারে গুলি করে মানুষ হত্যা অন্যায়। এসব হত্যা সহ্য করা যায় না।’

জনগণের শক্তিকে সামনে রেখে অন্যায়ের বিরুদ্ধে আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ড. কামাল হোসেন আরো বলেন, ‘সরকারি দলের লোকগুলো যে কথাগুলো বলছেন, সেখানেও তারা অন্যায়কে অন্যায় হিসেবে চিহ্নিত করেছেন। সরকারি দলের সাধারণ সম্পাদক বলেছেন, চাঁদাবাজি বন্ধ করো। আইনজীবী হিসেবে আমাদের এ অবস্থান নিতে হবে।’ ‘দল যদি কোনো বেআইনি কাজ করে আমি কি সেটা সমর্থন করব অন্ধভাবে। করতে পারি না। আমি তো সবার বিরুদ্ধে এক এক করে জিডি করব। এদল ওদল করো, অবশ্যই করো। কিন্তু তোমার দল যদি বিনা বিচারে খুন করে এগুলো কি তুমি সমর্থন করবে? করা যায় না, করা উচিত না- দেশের স্বার্থে, জাতির স্বার্থে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া