adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জনগণ ফুসে উঠলেই সংলাপ হতে পারে

news_imgনিজস্ব প্রতিবেদক : এ সরকারের সাথে সংলাপ একটি দূরহ ব্যাপার। একমাত্র জনগণ ফুসে উঠলেই সংলাপ হতে পারে বলে মন্তব্য করেছেন বিকল্প ধারার সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে গুড গভর্নেন্স ফোরাম আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় সংলাপ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বিএনপিকেও তাদের অবস্থা থেকে সরে সংলাপের পথে আসার আহ্বান জানান।

দেশ এখন নিকৃষ্ট অবস্থার মধ্যে পতিত মন্তব্য করে বি চৌধুরী বলেন, সরকার বলছে সংলাপের প্রয়োজন নেই। সরকারই যদি সংলাপের প্রয়োজন অনুভব না করে তাহলে তো সংলাপ সম্ভব নয়।

প্রশাসন রাজনৈতিক বক্তব্য দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শুধু তাই নয় খালেদা জিয়াকে অবরুদ্ধ করে মন্ত্রীরা যেসব হাস্যকর বক্তব্য দিচ্ছে তা ইতিহাসে লজ্জাজনক।

সেমিনারে নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, খালেদা জিয়ার কার্যালয়ে বিদ্যুৎ, ইন্টারনেট বিছিন্ন করেও সরকার আন্দোলন দমন করতে পারছে না।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সুপ্রিমকোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমদ।

আয়োজক সংগঠনের সভাপতি বিচারপতি সিকদার মকবুল হকের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন সাবেক মন্ত্রী মিজানুর রহমান শেলী, আমাদের অর্থনীতি সম্পাদক নাইমুল ইসলাম খান প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া