adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাকার লেনদেন ও স্ত্রীর পরকীয়ায় খুন হন মনির:গ্রেফতার ৩

image_88224বহুল আলোচিত রাজধানীর কামরাঙ্গীরচরে আওয়ামী লীগ কর্মী মনিরকে হত্যার পর লাশ ৭ টুকরো করার ঘটনায় এক নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। টাকার লেনদেন আর স্ত্রীর পরকীয়ার সূত্রধরে হত্যাকা-ের ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে ডিবি। গ্রেফতারকৃতরাও এসব বিষয় স্বীকার করেছে। হত্যাকা-ের পেছনে আরও কোন কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। গত ১৯ এপ্রিল রাজধানীর কামরাঙ্গীরচরের বিভিন্ন স্থান থেকে ৭ টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে লাশটি স্থানীয় জমির দালাল মনির হোসেনের (৩৮) বলে শনাক্ত হয়। গতকাল রবিবার ভোরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল কামরাঙ্গীরচর এবং কেরানীগঞ্জে অভিযান চালায়। এ সময় গ্রেফতার করা হয় স্বর্ণা আক্তার কাকলী ওরফে নিপা, তার স্বামী শরিফ ও আনোয়ার হোসেনকে। 
গতকাল দুপুর সাড়ে ১২টায় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে এক সাংবাদিক সম্মেলনে ডিবির দক্ষিণ বিভাগের উপ-কমিশনার কৃষ্ণপদ রায় জানান, ২০০৯ সালে নিপার সঙ্গে মনিরের বিয়ে হয়। বনিবনা না হওয়ায় ২০১১ সালে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। গ্রাম্য সালিশে ছাড়াছাড়ি হওয়ার বিষয়টি নিষ্পত্তি করেন ওই এলাকার মাতব্বর আনোয়ার হোসেন। এরপর থেকেই নিপার সঙ্গে আনোয়ারের সুসর্ম্পক গড়ে উঠে। আনোয়ার স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। মামলার কারণে তিনি দীর্ঘদিন এলাকা ছাড়া। এই সুযোগে শরিফের সঙ্গে নিপার সুসম্পর্ক হয়। সম্পর্কের সূত্র ধরেই চলতি বছরের ফেব্র“য়ারীতে নিপার সঙ্গে শরিফের বিয়েও হয়। 
এমন পরিস্থিতিতে মনির নিজের স্ত্রীকে আবার পেতে আনোয়ারের শরণাপন্ন হয়। নিপাকে ফেরত দেয়ার লোভ দেখিয়ে ব্যবসার কথা বলে মনিরের কাছ থেকে আনোয়ার ২ লাখ টাকা নেয়। টাকাকে কেন্দ্র করেই শুরু হয় দ্বন্দ্ব। এছাড়া মনিরের সঙ্গে রাজনৈতিক বিরোধের কারণেও আনোয়ারের দ্বন্দ্ব চলছিল। আনোয়ার, শরীফ ও নিপা গত ১৭ এপ্রিল স্বামী-স্ত্রীর মধ্যে মীমাংসার কথা বলে কৌশলে মনির হোসেনকে মোবাইল ফোনে কামরাঙ্গীরচর থানাধীন আশরাফাবাদ হুজুরপাড়ার একটি বাড়ির ফ্ল্যাটে নিয়ে যায়। ফ্ল্যাটে পাওনা টাকা নিয়ে মনিরের সঙ্গে আনোয়ারের হাতাহাতি হয়। এক পর্যায়ে আনোয়ার, শরিফ ও আনোয়ারের সহযোগী ইব্রাহীম মনিরকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। হত্যার পর লাশ ৭ টুকরো করে বস্তায় ও ব্যাগে ভরে। পরে বস্তাগুলো বুড়িগঙ্গা নদীর মাদবর বাড়ি, চামচ ফ্যাক্টরী ও হাসাননগর কাজী ফারুকের বাড়ীর পিছনে ফেলে দেয়া হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া