adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রকে কঠোর হুশিয়ারি সুরঞ্জিতের – দণি এশিয়া নিয়ে নাড়াচাড়া করবেন না

soronjit1441910171নিজস্ব প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘খবরদার, দণি এশিয়াকে নিয়ে নাড়াচাড়া করবেন না।’
 
বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ আইআরআই জরিপের ওপর সাধারণ প্রস্তাব উত্থাপন করেন। জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ১৪৭ (১) বিধির আওতায় আনীত প্রস্তাবের ওপর আলোচনা হয়। এতে অংশ নেন মতাসীন ও বিরোধী দলের সংসদ সদস্যসহ এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা।
 
আলোচনায় অংশ নিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আপনারা দণি এশিয়া বোঝেন না। শেখ হাসিনা পুরো এশিয়াসহ সারা পৃথিবীতে আইকন অব লিডারশিপ হয়ে গেছেন। এখানে যদি নাড়া দেন, এখানকার কোটি কোটি মানুষ যদি যাত্রা করে ইউরোপ-আমেরিকা কুলাবে না। আপনাদের সর্বনাশ হয়ে যাবে।’ আপনারা বলছেন, ‘দেশে এখন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক স্থিতিশীলতা আছে। তাহলে আবার নির্বাচনের কথা আসে কেন?’
বিএনপি-জামায়াতের নির্বাচনোত্তর আন্দোলন ও সহিংসতার প্রতি ইঙ্গিত করে সুরঞ্জিত বলেন, ‘আমার বাংলাদেশি কিশোর মনির যখন এই আন্দোলনে মারা গেল, তখন তো ইউরোপিয়ান বিবেক জাগল না। তিন মাস বর্বরের মতো আন্দোলন করে, ঘুমন্ত মানুষকে পুড়িয়ে মারল।আপনাদের রিপোর্টে তো সে বিষয়টা নেই। আপনারা ইলেকশন করার কথা বলেছন।পার্লামেন্ট আছে, দেখেন না।ওই(বিএনপি বিরোধী দল হলে) পার্লামেন্ট হইলে কী হতো। মনে করেন, আমাদের শ্রদ্ধেয় নেত্রী রওশন এরশাদের জায়গায় যদি খালেদা জিয়া থাকত। দিনে পাঁচবার ওয়াকআউট করত। তিন মাস পার্লামেন্টে আসত না।ওই পার্লামেন্ট তো অকার্যকর হতো।এই পার্লামেন্টে যারা আছে (বিরোধী দল- জাতীয় পার্টি) তারা কথা কয়, প্রয়োজনে ওয়াকআউট করে।’
 
যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের ফার্গুসনে (মিসৌরী অঙ্গরাজ্যের শহর) কৃষ্ণাঙ্গ কিশোর ব্রাউন গুলিতে মারা গেছে। তাতে কি আপনারা আর একটা ইলেকশন দিয়ে দেবেন। আপনারা কি পারবেন সংবিধানের নিয়ম ভেঙে আমেরিকাতে নির্বাচন দিতে? আপনারা সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন দিতে পারবেন না। আবার এখানে বলছেন নির্বাচন দিতে। ওখানে এক কথা, এখানে আরেক কথা। আপনারা পাগল হয়েছেন।’
‘এ দেশের মানুষকে আমরা দেখেছি ১৯৪৭ সালে। তারা উদ্বাস্তু হয়েছিল। ১৯৭১ সালে এক কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল শরণার্থী হিসেবে। নয় মাস কাদায়, মাটিতে, ড্রেনে; যেখানে-সেখানে রয়েছিল। তারপরও আমরা খেয়েছিলাম কিছু।আবার না খেয়েও ছিলাম।পরে এই পোড়ামাটির দেশে ফিরে এসেছিলাম।সেই বাংলাদেশে আজ আপনারা এখানে নাড়া দিচ্ছেন। সারা বিশ্বে নাড়া দিচ্ছেন। এর শেষ কোথায়? এর যুদ্ধে শেষ নাকি?’ বলেন সরঞ্জিত সেনগুপ্ত।
 
আমেরিকার রিপোর্ট দেখলে ভয় লাগে –
মার্কিন প্রতিবেদনের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, ‘আমেরিকার রিপোর্ট দেখলে আমার ভয় লাগে। আপনারা তো বললেন, পুরাতন কথা কেন কন? এটা পুরান কথা নয়।আমেরিকা যার বন্ধু হয়; মাশাল্লাহ তার আর দুশমনের প্রয়োজন পড়ে না।নিজে রিপোর্ট দিয়ে আমাদের প্রশংসা করছেন, এতেই তো ভয় লাগে।কথা পরিষ্কার- পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করে পার পেয়েছিলেন। এবার বারবার ভয় দেখিয়ে কাজ হবে না। এবার যদি শেখ হাসিনার ওপর কোনো আঘাত আসে।এ দেশের মানুষ আমরা পার্লামেন্টসহ রাস্তায় নামব।’
 
বিশ্বের যেসব দেশে উন্নয়ন হয়েছে সেসব দেশে দীর্ঘমেয়াদী সরকার ছিল বলে দাবি করেন সুরঞ্জিত সেনগুপ্ত।
 
‘বাংলাদেশে উন্নয়ন হচ্ছে। এটা যদি আপনাদের পছন্দ না হয়, কিছু করার নেই।আপনারা আইএসের কথা বলছেন, সেই আইএস সমর্থিত বিএনপি-জামায়াত টানা তিন মাস ধরে অগ্নিদগ্ধ করে মানুষ হত্যা করেছে। তখন টুঁ শব্দ করেননি। বাংলাদেশে এগুলো চলবে না।আমাদের নেত্রী শেখ হাসিনা সাংবিধানিকভাবে দেশ পরিচালনা করছে। দেশ সেভাবেই চলবে।’
 
কোথাও ওষুধ নেই খালেদা জিয়ার –
জয়ের সময় য় নাই, মরণকালে ওষুধ নাই। খালেদা জিয়ার এমন কাল হইছে, কোথাও কোনো ওষুধ নাই, এ মন্তব্য করে সুরঞ্জিত বলেন, ‘উনি ক্যাডমেন নামে একজন ব্যারিস্টার ধরছে।মাসে ৪০ হাজার ডলার দেয়।তিন মাসে ১ লাখ ২০ হাজার ডলার দিয়া দিছেন।এ টাকা দিয়ে ওনার কি কোনো কাম হবে।এ টাকা গেছে। সুতরাং খালেদা জিয়ার লাস্ট টোপও গেছে।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া