adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রলীগ সভাপতি আরজুর ‘বন্দুকযুদ্ধে’ মারা যাওয়ার গল্প

arzu1439909077ডেস্ক রিপোর্ট : র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া সম্পর্কে এলাকাবাসীর কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।
এলাকাবাসী বলছেন আরজু মিয়া নিষ্পাপ ছিলেন। তার বিরুদ্ধে মামলা ছিল না। এমনকি তার নামে ডিএমপির কোনো থানায় জিডি পর্যন্ত ছিল না। তাকে বিনা কারণে ধরে নিয়ে গিয়ে র‌্যাব গুলি করে মেরেছে। এই হত্যার বিচার চাই।
 
পরিবারের প থেকে দাবি করা হয়েছে, আরজু পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। এলাকার সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন। কারো সঙ্গে খারাপ আচরণ করেছেন- এরকম কেউ বলতে পারবেন না।
অন্যদিকে চুরির অভিযোগে পিটুনিতে নিহত রাজার পরিবারের লোকজন বলেছেন, আরজু মিয়া ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। নিউমার্কেট এলাকায় তিনি ইয়াবাসহ ফেনসিডিল সাপ্লাই করতেন। তার বিরুদ্ধে শুধু নিউমার্কেট থানাতেই ডজন খানেক মামলা রয়েছে।
 মঙ্গলবার সরেজমিন গিয়ে নিহত দুই পরিবারের লোকজন, র‌্যাব-পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে এসব প্রতিক্রিয়া পাওয়া গেছে।
সকাল ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে গিয়ে দেখা যায়, শত শত লোক মর্গের সামনে ভিড় করে আছেন। আরজুর ‘বন্দুকযুদ্ধ’ নিয়ে একে অপরের সঙ্গে কথা বলছেন। এগিয়ে দেখা যায়, মর্গে পড়ে রয়েছে আরজুর নিথর দেহ। মাথার বাম পাশে কানের ওপরে একটি, বুকের ঠিক মাঝখানে একটি এবং বুকের বাম পাশে পাঁজরে একটি করে গুলির চিহ্ন রয়েছে।
 

downloadমর্গের সামনে দাঁড়িয়ে কথা হয় গণকটুলী এলাকার কমিশনার তারিকুল ইসলাম সজীবের সঙ্গে। তিনি বলেন, ‘এরকম ভালো ছেলে জীবনেও দেখিনি। এত ভালো ছেলে ছাত্রলীগে সচরাচর হয় না। থানা সভাপতি হওয়ার পরও তিনি চাঁদাবাজি, ছিনতাই, মারামারির সঙ্গে জড়িত ছিলেন না। তার নামে মামলা নেই। থানায় একটি জিডিও নেই। আপনারা এলাকায় গিয়ে খোঁজ নিয়ে দেখেন, তার নামে খারাপ কিছু কেউ বলতে পারে কি না। র‌্যাব পরিকল্পিতভাবে আরজুকে ধরে নিয়ে হত্যা করেছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ব্যক্তির প্ররোচনায় তাকে র‌্যাব ধরে নিয়ে যায়। এ ব্যাপারে আমরা সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করব। এই হত্যার বিচার চেয়ে বুধবার সংবাদ সম্মেলন করা হবে।’
 
হাজারীবাগ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াফেস আহমেদ সামি বলেন, ‘আরজুকে ধরে নিয়ে গেছে এ খবর কেউ দিতে পারেনি। র‌্যাব তাকে ধরে নিয়ে গেল আর থানা পুলিশ জানে না, এটা কী করে হয়। আরজু একটা সিগারেট পর্যন্ত খেতেন না। আর একটা চোরকে গণপিটুনি দিয়ে মারার ঘটনায় কি একজন ছাত্রনেতার ক্রসফায়ার হতে পারে?’
 
আরজুর মামা আজগার আলী সোমবার রাত ৯টার দিকে বাসায় ফিরে জানতে পারেন, আরজুকে পাওয়া যাচ্ছে না। তার মোবাইল বন্ধ। কোথায় গেছে- কেউ বলতে পারে না। কেউ বলে পুলিশ নিয়ে গেছে। আবার কেউ বলে র‌্যাব তাকে তুলে নিয়ে গেছে। কিন্তু সঠিক খবর কেউ দিতে পারেনি। থানা ও র‌্যাবে যোগাযোগ করে আরজুর ব্যাপারে কিছু জানতে পারেননি তিনি। এরপর মঙ্গলবার সকালে জানতে পারেন- আরজু ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছে।
 
হাজারীবাগের গণকটুলী এলাকায় সরেজমিন গিয়ে দেখা যায়, বিজিবির সীমানা প্রাচীরের পাশে মূলরাস্তার পাশে দুটি গলি। দুই গলির প্রথম গলির শেষ মাথায় পিটুনিতে নিহত কিশোর রাজার বাসা। আর একটু ভেতরের গলির মাথায় আরজুর বাসা। দুই গলিতে এলাকার লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। সবাই সবাইকে চেনেন এবং জানেন। সাংবাদিক দেখে প্রথমে কেউ কথা বলতে রাজি হননি। একজন শুরু করাতেই গড় গড় করে সবাই বলা শুরু করলেন।
 
আরজু মিয়ার বাসায় গিয়ে তার বড় বোন রেহানা আক্তার ও অসুস্থ মা জইতুন্নেছার সঙ্গে কথা হয়। রেহানা আক্তার বলেন, ‘আরজু মিয়ার সঙ্গে সবশেষ মাগরিবের আগে আমার ছোট বোন নার্গিস আক্তার কথা বলে। আরজু বলেছিল, আমি ভালো আছি। কমিশনার সজীব ভাইয়ের বাসায় আছি। তোরা মাকে দেখে রাখিস। এরপর রাত ৯টার দিকে ফোন দিয়ে দেখা যায় তার ফোন বন্ধ। বাসার সবাই চিন্তা করছি- কোথায় পাওয়া যায় আরজুকে। এরই মধ্যে রাত সাড়ে ১২টার দিকে হাজারীবাগ থানা পুলিশের ১৫-২০ জন সদস্য এসে মাকে নিয়ে যেতে চান। মাকে বলেন, কান টানলে মাথা আসে। চলেন থানায় ওসি স্যার জিজ্ঞাসা করবেন আপনাকে। আমি বলি, মা তো অসুস্থ। তখন তারা বলেন, তাহলে আপনিও চলেন। এরপর পুলিশ ভ্যানে করে আমাকে এবং মাকে নিয়ে যায়।’ 
 
রেহানা বলেন, ‘পুলিশ আমাদের জিজ্ঞাসাবাদ করেনি। সারারাত বসিয়ে রেখে ফজরের আজানের পর বলেন- এখন আপনারা চলে যান। কাউকে ডাকেন, তারা এসে আপনাদের নিয়ে যাক। কেউ না আসায় পরে পুলিশ আমাদের বাসায় দিয়ে যায়। এরআগে একটি সাদা কাগজে আমাদের স্বার নেয়। আর রাতে থানায় যাওয়ার পর দেখি আরজুর মোটরসাইকেল থানায়। পুলিশকে বলি, গাড়ি থানায় আছে, আরজু কোথায়। তখন পুলিশ বলেন, আরজু কোথায় আছে জানি না। তবে গাড়িটি পাওয়া গেছে। কোনো কথা বলবেন না- এই বলে বসিয়ে রাখে আমাদের।’
 
রাজাকে পেটানোর বিষয়ে আরজুর মা জইতুন্নেছা বলেন, ‘রাজা একটা প্রফেশনাল চোর- এটা সবাই জানে। এক সপ্তাহ আগেও সে চুরির অভিযোগে গণপিটুনি খায়। সে একটা হিরোইনখোর। রাত সাড়ে ৩টার দিকে আরজু জানালা দিয়ে রাজাকে দেখেছে। রাতে আর কিছু বলেনি। সকালে উঠে দেখেন, দুই রুম থেকে চারটা মোবাইল ও একটি ল্যাপটপ চুরি হয়ে গেছে। তখন রাজাকে ডেকে নিয়ে আসে বাসায়। সঙ্গে তার চাচা শামীমও আসে। আরজুর সঙ্গে থাকা কয়েকটা ছেলে দুই-চারটা চড়থাপ্পর মেরেছে। শামীমও মেরেছে। এরপর রাজা চুরির কথা স্বীকার করে বলে, চানখারপুলে নিয়ে গিয়ে মোবাইল ও ল্যাপটপ বিক্রি করেছে।
 
‘এরপর চানখারপুলে নিয়ে গেলে দোকান বের করতে পারেনি। এরপর তাকে আবার বাসায় নিয়ে এসে শামীমের কাছে তুলে দেওয়া হয়।’ 
 আরজুর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে দোষ করলে দেশের আইনে বিচার হতো। গণপিটুনিতে রাজা মারা যেতে পারে। তাই বলে একজনকে ক্রসফায়ারে দেবে এটা কখনো শুনিনি, দেখিওনি। আইনে আমার ছেলের ফাঁসি হতো, কিন্তু ক্রসফায়ার কেন? তাকে গুলি করে মেরেছে। বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়েছে। এর বিচার চাই।’ 

এদিকে পাশের গলিতে গিয়ে রাজার চাচা হান্নান ও ফুফু সোহাগীর সঙ্গে কথা হয়। তারা বলেন, ‘রাজা হিরোইনচি না। ওরা মিথ্যা বলেছে। তাকে ধরে নিয়ে যাওয়ার কিছুণ পর চাচা শামীম ও ফুফু রতœা তাকে আনতে যায়। তাদের হাতে-পায়ে ধরে বলে, সে চুরি করে থাকলে আমরা জরিমানা দেব। তবুও তাকে ছেড়ে দেন। বাসায় নিয়ে আমরা তাকে শাসন করবো। কিন্তু তারা রাজাকে ফেরত না দিয়ে বছিলা নদীর পারে আরজুর টর্চার সেলে নিয়ে যায়। সেখান থেকে কিছুণ পর আরজুর ছেলেরা রাজাকে বাসার সামনে অচেতন অবস্থায় ফেলে দিয়ে যায়। রাজাকে যখন হাসপাতালে নিয়ে যাই, তখন আরজু বলেন, চোরকে হাসপাতালে নিয়ে গিয়ে বাঁচাতে পারিস কি-না দেখ।’
 
ফুফু রতœা বেগম বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে থানায় যাই মামলা করতে। মামলা করে ভোর সাড়ে ৪টার দিকে বাসায় ফিরে আসি। ১৫ জনের নাম উল্লেখ এবং চারজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করি। একজন মারা গেছে। বাকিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসুক পুলিশ এটাই চাই।’
 
অন্যদিকে কাউন্সিলর তারিকুল ইসলাম সজীবের সহকারী মুন্না বলেন, ‘মাগরিবের নামাজের কিছুণ আগে হাজারীবাগ পার্কের সামনে থেকে সাদা পোশাকে কয়েকজন লোক তাকে (আরজু) ধরে র‌্যাব-২ লেখা গাড়িতে তুলে নিয়ে যায়। এটি কমিশনারকে জানানোর পর খোঁজ নিয়ে জানা যায়, র‌্যাব তাকে ধরেনি।’
 এ প্রসঙ্গে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ‘আরজুর নামে থানায় মামলা ও জিডি নেই। তিনি কয়েকবার থানায় এসেছিলেন। বেশি একটা আসতেন না। রাজাকে পিটিয়ে হত্যার অভিযোগ এনে তার ফুফু একটি মামলা করেছেন। ১৫ আসামির মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একজন মারা গেছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে। শিগগির গ্রেফতার করা হবে তাদের।’
 
তবে হাজারীবাগ থানা পুলিশের একজন এসআই (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, ‘আরজুর নিজের থানা এলাকাতে তার নামে মামলা ও জিডি নেই। কিন্তু আরজু একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে নিউমার্কেট থানায় ডজন খানেক মামলা রয়েছে। ওই এলাকাতে তিনি ইয়াবা ও ফেনসিডিল সরবরাহ করতেন।’
 
নিউমার্কেট থানায় যোগাযোগ করা হলে আরজুর মামলার বিষয়ে কথা বলতে রাজি হননি ওসি ইয়াসির আরাফাত। তিনি জানান, থানায় একদিন আসেন এ বিষয়ে কথা হবে।
 
সোমবার হাজারীবাগের গণকটুলী এলাকায় মোবাইল চুরির অভিযোগে রাজা নামে এক ছেলেকে ধরে নিয়ে যায় থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া। এরপর তাকে মেরে ফেলে রেখে যায় আরজুর ঘনিষ্ঠরা। পরে রাজাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিতসক মৃত ঘোষণা করেন। রাজার পরিবারের লোকজন অভিযোগ করেন, আরজু তাকে বাসায় ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে।
 
এ ব্যাপারে র‌্যাব-২ এর অপারেশন অফিসার ফেরদৌসী বলেন, রাজাকে পিটিয়ে হত্যার অভিযোগে থানায় মামলা হওয়ার পর র‌্যাব জানতে পারে আরজু হাজারীবাগ পার্কে লুকিয়ে আছে। রাত সাড়ে ১১টার দিকে তাকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন। আরো যারা জড়িত তাদের ধরিয়ে দেবে বলে রাত আড়াইটার দিকে তাকে নিয়ে শিকদার মেডিক্যালের পেছনে বছিলা নদীর পাড়ে যায় র‌্যাব। তাকে নামিয়ে দিলে দৌড় দেয় এবং তার অনুসারীরা র‌্যাবকে ল্য করে গুলি চালায়। পরে র‌্যাব পাল্টা গুলি চালালে আরজু আহত হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিতসক ভোর সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
 
এ ঘটনায় দুটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া র‌্যাবের একজন এএসআইসহ দুইজন আহত হয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া