adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির শতাধিক আইনজীবীর হাইকোর্টে আগাম জামিন

ডেস্ক রিপাের্ট : খালেদা জিয়ার মুক্তির দাবিতে নাশকতা সৃষ্টি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোতে বিএনপি সমর্থিত শতাধিক আইনজীবীর আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

পৃথক পৃথক মোট ৫৩টি জামিন আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট মো. মাসুদ রানা প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরীন।

জানা যায়, ‘খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ১ সেপ্টেম্বর থেকে রাজধানীর বিভিন্ন থানায় বিএনপির কয়েক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাধাদানসহ বেশ কিছু অভিযোগে মামলা হয়। এসব মামলায় নাম আসা বিএনপি সমর্থিত আইনজীবীরা হাইকোর্টে জামিন আবেদন করেন। মঙ্গলবার আদালত সেসব আবেদনের শুনানি নিয়ে বিএনপির আইনজীবীদের বিরুদ্ধে দায়ের হওয়া গায়েবি মামলাগুলোতে তাদের আগাম জামিন মঞ্জুর করেন।’

আদালতের আদেশের ফলে বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুর রেজাক খান, সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আক্তার ওয়াহিদা, অ্যাডভোকেট সানাউল্লাহ্ মিয়াসহ বিএনপির প্রায় শতাধিক আইনজীবী অন্তর্বর্তীকালীন জামিন পেলেন। আদালত তার আদেশে বলেছেন, ‘মামলাগুলোতে অভিযোগপত্র না দেওয়া পর্যন্ত তাদের এ জামিন মঞ্জুর করা হলো।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া