adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩৪ বছর পর আরব আমিরাতে যাচ্ছেন মোদি

1439227465modi-mtnews24আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ৩৪ বছর পর আগামী ১৬-১৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  দুবাই শহরে তাকে বিপুল সংবর্ধনা জানাতে তৈরি হচ্ছেন প্রবাসী ভারতীয়রা। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ কথা জানা গেছে।

১৯৮১ সালে মধ্য এশিয়ার এ দেশে এসেছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। স্বভাবতই নরেন্দ্র মোদির সফর ঘিরে উত্তেজিত প্রবাসী ভারতীয়রা। বিদেশমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৬ আগস্ট আবুধাবি পৌঁছবেন প্রধানমন্ত্রী। ১৭ আগস্ট যাবেন দুবাই সফরে।  প্রায় ৪০,০০০ হাজার দর্শকের উপস্থিতিতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হবে।
যুগান্তকারী এ সফরের সুবাদে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক বন্ধন সুদৃঢ় হবে বলে আশা কূটনৈতিক মহলের।  সফরে বাণিজ্য, লগ্নি নিরাপত্তা এবং প্রবাসী ভারতীয় সমাজ সম্পর্কে প্রাধান্য পাবে।
উল্লেখ্য, ২০১৪-১৫ সালে ভারত-আমিরাত বাণিজ্যের মোট লেনদেনের পরিমাণ ৫৯ কোটি ডলার ছাড়িয়ে গেছে।  আমেরিকা ও চীনের পর আমিরাতের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক তৃতীয়তম।
অন্যদিকে ২০১৪ সালে 'তেলহীন' বাণিজ্যিক সম্পর্কের ভিত্তিতে আমিরাতের বৃহত্তম বিপণন অংশীদার ভারত।  ২০১৩ সালে দুই দেশের মধ্যে দ্বিপাকি বিনিয়োগ প্রচার ও সুরা (বিআইপিএ) চুক্তি স্বারিত হয়।
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী ভারতীয়’র সংখ্যা প্রায় ২৫ লাখ।  ২০১৪ সালে মোট ১২.৬৪ কোটি ডলার তারা দেশে পাঠাতে সম হয়েছেন।  প্রতিবছর আমিরাতে ভ্রমণে যান বিপুল সংখ্যক ভারতীয় পর্যটক।  বিশ্বের নিরিখে এ সংখ্যা তৃতীয় বৃহত্তম।
আগামী ১৭ অগস্ট দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবর্ধিত করবে শহরের ভারতীয় সমাজ উন্নয়ন কমিটি। আপাতত পুরোদমে চলেছে মোদির স্বাগত অনুষ্ঠানের তোড়জোড়।  স্টেডিয়ামে উপস্থিত কয়েক হাজার মানুষের সুবিধার্থে চলছে পরিবহনব্যবস্থা ঢেলে সাজানোর কাজ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া