adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিশোধ – নাইজেরিয়ায় ৪৫ জনকে গলা কেটে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় ৪৫ জনকে গলা কেটে হত্যা করেছে দেশটির বিদ্রোহী সংগঠন বোকো হারাম। দেশটির মাফা জেলার আজাইয়া কুরা গ্রামে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। দেশটির সেনাবাহিনীর একটি সূত্র শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে।
বুধবার বোকো হারামের চার যোদ্ধাকে সেনাবাহিনী হত্যা করলে প্রতিশোধস্বরূপ সংগঠনটি এ হামলা চালায় বলে উল্লেখ করেছে স্থানীয় প্রশাসন।
সূত্র জানায়, বুধবার বোকো হারামের চার সদস্য একটি মার্কেটে প্রবেশের চেষ্টা করে। এ সময় নিরাপত্তাবাহিনী তাদের চিহ্নিত করলে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এতে বোকো হারামের ওই চার সদস্য নিহত হয়। ওই ঘটনার প্রতিশোধ হিসেবে বৃহস্পতিবারের এ ঘটনা ঘটানো হয়েছে।
মাফা জেলা পরিষদের চেয়ারম্যান শেত্তিমা লোয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বোকো হারাম সদস্যরা আজাইয়া কুরা গ্রামে অতর্কিত হামলা চালিয়ে ৪৫ জনকে গলা কেটে হত্যা করে। নিহতদের কবর দেওয়া হয়েছে বলে জানান তিনি। সূত্র: রয়টার্স।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া