adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাড়ে ৪ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ডিএসই সূচক

DSE--thereport24নিজস্ব প্রতিবেদক : ঈদের ছুটি শেষে লেনদেন শুরুর প্রথম দিনে দেশের উভয় বাজারে সূচকের বড় ধরনের উল্লম্ফন হয়েছে। মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইক্স বেড়েছে ৭৫.১৭ পয়েন্ট বা ১.৬১ শতাংশ। এরফলে ডিএসইএক্স ৪৭০০ পয়েন্টে উন্নীত হয়েছে। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৭৩১.৩১ পয়েন্টে। গত সাড়ে ৪ মাসের মধ্যে এটিই ডিএসই সূচকের সর্বোচ্চ অবস্থান। এর আগে চলতি বছরের ২ মার্চ সূচকের সর্বোচ্চ অবস্থান ছিল ৪৭১৯.৪০ পয়েন্টে।
দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা দেখা দিলে বড় ধরনের পতনের মুখে শেয়ারবজার। মে মাসের শুরুর দিকে সূচক নেমে আসে ৪ হাজার পয়েন্টের নিচে। এরপর নানা ইস্যুতে বাজার ঘুরে দাঁড়াতে শুরু করে।
এদিকে সূচকের বড় ধরনের উত্থান হলেও লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কমেছে। ঈদের ছুটির আগে সর্বশেষ লেনদেন দিবসে ৫২০ কোটি টাকার বেশি লেনদেন হলেও মঙ্গলবার ৫০০ কোটি টাকার কম লেনদেন হয়েছে। দিনশেষে লেনদেন হয়েছে ৪৯২ কোটি ৬৭ লাখ টাকা।
লেনদেনে অংশ নেওয়া ৩১৭টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ২২৮টির, কমেছে ৬১টির ও অপরিবর্তিত রয়েছে ২৮টির দর। স্পট মার্কেট থেকে মূল মার্কেটে ফিরে এসে দরবৃদ্ধিতে বড় ধরনের চমক দেখিয়েছে শাহজিবাজার পাওয়ার। আগের দিনের সমাপনী মূল্যের সঙ্গে মঙ্গলবারের সর্বশেষ লেনদেন দরের পার্থ্যক্যে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৯.৯৫ শতাংশ। এ ছাড়া বড় ধরনের আয়ের কারণে বিএসআরএম লিমিটেডের দর বেড়েছে ৯.৯০ শতাংশ।
লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। দিনশেষে কোম্পানিটির ৪২ কোটি ১৭ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোনের লেনদেন হয়েছে ২৬ কোটি ৫৯ লাখ ৭১ হাজার টাকা। ১৯ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে এসিআই।
লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- খুলনা পাওয়ার, আর এ কে সিরামিকস, স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার, ইফাদ অটোস, বেক্সিমকো ফার্মা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ১৫৪.৫১ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮৮৬৮.২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৪ কোটি ৯৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া