adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের ১ম দিন থেকে ৩ দিন পর্যস্ত চামড়া পরিবহন নিষিদ্ধ

TUKU-(4) {focus_keyword} ঈদের পর ৩ দিন ঢাকা থেকে চামড়া পরিবহন নিষিদ্ধ  TUKU 41নিজেস্ব প্রতিবেদক : ঈদুল আযহার কোরবানির পশুর চামড়া পাচার রোধ একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, এবার ঈদের পর তিন দিন চামড়াবাহী কোনো ট্রাক রাজধানীর বাইরে যেতে দেয়া হবে না। তবে এসময় চামড়াবাহী ট্রাক রাজধানীতে প্রবেশ করতে পারবে। রোববার সকালে পূজা ও ঈদের সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে ডিএমপির মিডিয়া কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। কোরবানির পশুর হাট প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, যেসব গাড়ি কোরবানির পশু নিয়ে রাজধানীতে প্রবেশ করবে, অবশ্যই তাদের গাড়ির সামনে একটি ব্যানারে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে তারা কোনো হাটে যাচ্ছে। কোরবানির পশুর হাটে চাদঁবাজি রোধ প্রসঙ্গে বেনজীর বলেন, পশুর হাটে চাদাঁবাজি বন্ধ করতে ইতিমধ্যেই আমরা ডিসিসির সঙ্গে কথা বলেছি। তাছাড়াও রাজধানীর স্থায়ী অস্থায়ী ২১টি হাটেই থাকবে ডিএমপির মনিটরিং সেল, যেখানে জালনোট শনাক্ত করার জন্য মেশিন থাকবে। পূজামণ্ডপে নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, পূজা ও ঈদে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির পক্ষ থেকে ইতিমধ্যেই কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাংক, বীমা, বুথ, কর্পোরেট অফিস, পশুর হাট, সরকারি বিভিন্ন স্থাপনাসহ গুরুত্বপূর্ণ সকল স্থাপনায় সিসি টিভি ক্যামেরা স্থাপন। ডিএমপি কমিশনার জানান, রাজধানীতে এবার মোট ২১৯টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এর সবগুলোতেই ২৯ সেপ্টেম্বর থেকে থাকবে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। তাছাড়াও স্পর্শকাতর পূজামণ্ডপগুলোতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য মুসলমানদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। রাজধানীতে প্রায় ২২ লাখ গার্মেন্টসকর্মী রয়েছে উল্লেখ করে মালিকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, আপনারা এই ২২ লাখ শ্রমিককে একবারে ছুটি না দিয়ে কয়েকটি ভাগে ভাগ করে ছুটি দেন। তাহলে রাস্তায় যানজট কমার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখতে আমাদের সুবিধা হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম, ডিএমপি অতিরিক্ত কমিশনার আব্দুল জলিল মন্ডল, মিলি বিশ্বাস ও ইব্রাহিম ফাতিমি প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া