adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আশা-নিরাশার দোলাচলে মাহমুদুল্লাহ

mahmudu(hনিজস্ব প্রতিবেদক : ওয়ানডে বিশ্বকাপে ব্যাট-হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ততোটা আলো ছড়াতে পারেননি বাংলাদেশ দলের এ ডানহাতি ব্যাটসম্যান। তাই আশায় ছিলেন ভারতের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে জ্বলে উঠবেন। কিন্তু বিধিবাম। বাহাতের আঙুলের (তর্জনী) ছোট্ট একটি চোট তাকে ভারতের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে দিয়েছিল।
তাই এবার দক্ষিণ আফ্রিকার সিরিজের জন্য তৈরি হওয়ার পালা। তবে মাহমুদুল্লাহকে নিয়ে এখনও শঙ্কার মেঘ কাটেনি। কবে নাগাদ মাঠে ফিরবেন তাও জানেন না তিনি। চিকিতসকরা যা বলেছেন, তাতে করে তার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ ও ওয়ানডে সিরিজে তার খেলার সম্ভাবনাও প্রায় ক্ষীণ। এমনকি নির্বাচকরাও ভারত বিজয়ী দলে ‘আনফিট’ মাহমুদুল্লাহকে নিয়ে বড় রকমের কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না। তারা খুঁজছেন পুরোপুরি সুস্থ মাহমুদুল্লাহকে।
তবে তার জন্য একটি সুযোগ রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টি-২০ প্রস্তুতি ম্যাচে। আর এই প্রস্তুতি ম্যাচর ওপরই নির্ভর করছে মাহমুদুল্লাহর ভাগ্য। তবে ক্রিকেট বোর্ডের ভেতরকার খবর, আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ এবং ওয়ানডে সিরিজে না হলেও টেস্ট সিরিজে ফেরার সম্ভাবনা রয়েছে ডানহাতি এ ব্যাটসম্যানের।
আগামী ১ বা ২ জুলাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। এ বিষয়ে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, ‘ভারত সিরিজের পর আমরা এখনও সেভাবে বসতে পারেনি। আগামী ৩০ জুন হয়তো আমরা বসবো, তারপর মাহমুদুল্লাহ’র ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিব। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ বা ২ জুলাই টি-২০ দল ঘোষণা করবে।
ভারত সিরিজকে সামনে রেখে গত ৪ জুন ফিল্ডিং প্র্যাকটিস করতে গিয়ে গিয়ে বাহাতের আঙুলে ব্যথা পান মাহমুদুল্লাহ। এরপর প্রায় তিন সপ্তাহ বিশ্রাম নিয়ে গত বুধবার পূনর্বাসন প্রক্রিয়ায় ফিরেছেন ডানহাতি এ স্পিন অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকা সিরিজে জাতীয় দলে ফিরতে ভীষণ ব্যাকুলও তিনি। তবুও মাহমুদুল্লাহ’র ফেরা নিয়ে থেকে যাচ্ছে সংশয়। সংশ্লিষ্ট সূত্র থেকে তেমনটাই জানা গেছে।
আগামীকাল মঙ্গলবার ঢাকায় আসছে দক্ষিণ আফ্রিকা। সফরের শুরুতে ফতুল্লায় ৩ জুলাই একমাত্র টি-২০ প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওই ম্যাচে মাহমুদুল্লাহ মাঠে নামবে বলে বিসিবির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সেখানে তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে। ওই ম্যাচেই ভাগ্য নির্ধারণ হবে রিয়াদের। সূত্রটি আরও জানিয়েছে, ওই ম্যাচে মাহমুদুল্লাহ’র খেলার পর পরিস্থিতি বোঝা যাবে। কারণ খেলার জন্য মাহমুদুল্লাহ কতটা ফিট তার নির্ধারণ করবেন নির্বাচকরা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া