adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুখোমুখি সংঘর্ষে ২ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

BIMANডেস্ক রিপাের্ট : কক্সবাজারের মহেশখালীতে মুখোমুখি সংঘর্ষে বিমান বাহিনীর ২টি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ বুধবার সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে মহেশখালীর গোরকঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়া বিমানগুলোতে এখনো আগুন জ্বলছে বলে জানা গেছে। ঘটনাস্থলে সাধারণ মানুষের ভীড় বাড়ছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী শীর্ষনিউজকে জানান,  মহেশখালীতে বুধবার সন্ধ্যায় আকাশে সংঘর্ষের পর বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সন্ধ্যার দিকে ঘণ্টাখানেক ধরে রাডার থেকে বিচ্ছিন্ন ছিল বিমান দুটি। এর একটির মডেল ইয়াক-৮। দুটি বিমানে দুজন করে চারজন ছিলেন। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনজনের খোঁজ চলছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ রহমান শীর্ষনিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নিয়েছেন। উদ্ধার কাজ চলছে।

 কক্সবাজার প্রতিনিধি জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল কক্সবাজারের মহেশখালী পৌরসভার পুটিবিলা বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান । ওই এলাকার ইয়ার মোহাম্মদ পাড়া এলাকার নজির আহমদের ছেলে আবদুস সাত্তারের বাড়ির আঙ্গিনায় বিমানটি বিধ্বস্ত হয়।
প্রত্যক্ষদর্শী প্রভাষক ছৈয়দ আলম জানান, সন্ধ্যা ৬.৫০ মিনিটে বিকট শব্দে বিমানের একাংশ ভেঙে পড়ে। সাথে সাথে আগুন ধরে যায়। এলাকার মানুষ আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করে। বাড়িটি এখনো আগুনে জ্বলছে। অন্য অংশটি পাশবর্তী ছোট মহেশখালী ইউনিয়নের ছিটকে পড়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালামসহ উধ্বর্তন কর্মকর্তারা ঘটনা রয়েছেন। সোয়া সাতটার দিকে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া