adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লারার জীবনের জানা-অজানা

brian-lara_111524স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ান ক্রিকেটের সর্বকালের সেরা তিনি।  লাল জার্সিধারীদের যত রেকর্ড আছে তার সবই প্রায় তার দখলে। ব্যাট হাতে নিজেকে তিনি নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। যার কারণে তাকে বলা হয় ক্রিকেটের বরপূত্র। বলছি বাঁ-হাতি ক্রারিবিয়ান ব্যাটিং সেনসেশন ব্রায়ান লারার কথা। 

গতকাল (২মে)ছিল কিংবদন্তি এ তারকার জন্মদিন। ১৯৬৯ সালে ত্রিনিদাদে জন্ম নেওয়া ব্রায়ান চার্লস লারা সোমবার ৪৬ টি বসন্ত পেরিয়ে পা দিয়েছেন ৪৭-এ। কীর্তিমান এ ক্যারিবীয়ান জাতীয় দলের টেস্ট ও ওয়ানডে দুটি ফরমেটেই ১০ হাজারের বেশি রান করেছেন।

বিশ্বের সেরা সব বোলারদের ঘাম ঝরিয়ে ছেড়েছেন সাবেক বাঁহাতি স্টাইলিশ এ ব্যাটসম্যান। তার সময়ের তারকা বোলারদের মধ্যে ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরনকে তিনি দারুণ ভাবে মোকাবেলা করেছেন। আসুন তবে জেনে নেই লারার ব্যক্তিগত ও ক্রিকেটীয় জীবনের জানা-অজানা কিছু তথ্য।

# লারা ১৯৯৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৭৫ রানের ইনিংস খেলেছিলেন। তবে ২০০৩ সালে অস্ট্রেলিয়ার ম্যাথিউ হেইডেন জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮০ রান করে নতুন রেকর্ড গড়েন।

# ছয় মাস পরেই সর্বোচ্চ রানের রেকর্ড নিজের দখলে নেন লারা। পুরোনো প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষেই ৪০০ রানে অপরাজিত থাকেন তিনি।

# প্রথমশ্রেণির ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে ৫০১ রানের রেকর্ড ইনিংস খেলেছিলেন লারা।

# লারা টেস্টে ১১ হাজার ৯৫৩ রান করেছেন। যা টেস্টে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রান।

# ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে যুব চ্যাম্পিয়নশিপে ৪৯৮ রান করেছিলেন লারা।

# ওয়ানডেতে লারার সর্বোচ্চ স্কোর ১৬৯ রান। ১৯৯৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এমন দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি।

# লারা একমাত্র ব্যাটসম্যান যার টেস্টে দুটি ট্রিপল সেঞ্চুরি ও ক্যারিয়ারে দুটি ৪০০ রানের ইনিংস রয়েছে।

# লেগ স্পিন বল করে ওয়ানডেতে চারটি উইকেটও নিয়েছেন লারা।

# ২০০৭ সালে ঘরের মাঠের বিশ্বকাপে নিজের বিদায়ী ওয়ানডে ম্যাচে ১৮ রান করেন লারা।

# ক্রিকেট খেলার আগে অ্যাঙ্গোস্তুরা লিমিটেড নামে একটি কোম্পানিতে মার্কেটিংয়ের চাকুরি করতেন লারা।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2016
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া