adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পদার্থবিজ্ঞানে নীল এলইডিতে নোবেল

ইসামু আকাসাকি, হিরোশি আমানো ও শুজি নাকামুরা (বাঁ থেকে)আন্তর্জাতিক ডেস্ক : ২০১৪ সালে ব্লু লাইট ইমিটিং ডায়োড (এলইডি) উদ্ভাবনকারী জাপানি বংশোদ্ভূত এক আমেরিকান ও দুই জাপানি বিজ্ঞানী পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন। খবর বিবিসির।
পরিবেশবান্ধব বিকল্প আলোর উত্স হিসেবে নীল এলইডি আবিস্কার করা হয়। নোবেল জয়ী তিন বিজ্ঞানী হলেন- জাপানের প্রফেসর ইসামু আকাসাকি, হিরোশি আমানো ও আমেরিকার শুজি নাকামুরা। তারা সর্ব প্রথম ১৯৯০ সালের শুরুর দিকে নীল এলইডি তৈরি করেন।
রয়েল সুইডিশ একাডেমি এক সংবাদ সম্মেলন করে এই তিন জনের নাম ঘোষণা করেন। ১৯০১ সাল থেকে পদার্থে পাওয়া সম্মানীত ১৯৬ জনের সাথে তাদের নামও নতুন যোগ হল এ পুরস্কারের মাধ্যমে।
এ তিন নোবেল বিজয়ী প্রায় ৮০ লাখ সুইডিশ ক্রোনার অর্থ পুরস্কার পাবেন। এবং তা তিনজনে ভাগ করে নেবেন।

বিদ্যমান লাল ও সবুজ এলইডির সাথে নীল আলোর সংমিশ্রণে তৈরি হয় উজ্জ্বল কিন্তু শক্তি সঞ্চয়ী নীল এলইডির এ সাদা বাল্ব। প্রফেসর নাকামুরা, যিনি ঘুম থেকে জেগেই এই সংবাদ শোনেন, তিনি তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন করে বলেন, এটা অবিশ্বাস্য।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া