adv
১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রমজানে খেজুর থেকে সাবধান – মেয়াদোত্তীর্ণ ২০ কোটি টাকার খেঁজুরসহ আটক ৪

ctg_ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম নগরীর কোতয়ালী রিয়াজউদ্দিন বাজারের বাটালি রোড থেকে মেয়াদোত্তীর্ণ ২০ কোটি টাকা মূল্যের ১৫ হাজার কার্টন কিসমিস ও খেঁজুরসহ চারজনকে আটক করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার দুপুর আড়াইটা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান। তিনি জানান, রিয়াজউদ্দিন বাজারের বাটালি রোডের রনক জাহানের মালিকানাধীন একটি কোল্ড স্টোরেজ থেকে মেয়াদোত্তীর্ণ ২০ কোটি টাকা মূল্যের ১৫ হাজার কার্টন কিসমিস ও খেঁজুরসহ চারজনকে আটক করা হয়েছে।
আটক কোল্ড স্টোরেজের ইনচার্জ এসকে দত্তকে (৫০) পাঁচ হাজার টাকা জরিমানার পাশাপাশি এক বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে।
একই সঙ্গে অন্য তিন কর্মচারী দোলন বড়ুয়া (৩২), মাহবুবুর রহমান (৪০) ও নাজিম উদ্দিনকে (৫০) ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে আটকরা খেজুরগুলোর মালিকের নাম আজিজ বলে জানান।
ডিবি পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এস এম তানভীর আরাফাত জানান, পবিত্র রমজানকে সামনে রেখে খাবারে ভেজাল রোধের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া