adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হারিয়ে যাওয়া বিশ্বকাপ মেডেল খুঁজে পেলেন আর্চার

স্পোর্টস ডেস্ক :হারিয়ে যাওয়া বিশ্বকাপ মেডেল ‘অনেক কষ্টে’ খুঁজে পেয়েছেন জোফরা আর্চার। টুইটারে জানিয়েছেন, গেস্ট বেডরুমে মেডেলটি পেয়েছেন।

সুপার-ওভারে দারুণ বল করে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো আর্চার ম্যাচ শেষে যে মেডেল পান সেটিই বাসা বদলের সময় হারিয়ে ফেলেন।

২৫ বছর বয়সী এই তরুণ পেসার গত শনিবার বিবিসি রেডিও ৫ লাইভকে জানান, মেডেলটি খুঁজতে খুঁজতে ‘প্রায় পাগলের’ মতো অবস্থা তার।

আর্চার সেদিন বলেন, ‘কেউ আমাকে একটি পোর্ট্রেট উপহার দিয়েছিল। সেটি আমি টানিয়ে রেখেছিলাম। মেডেলটাও তার সঙ্গে ঝোলানো ছিল। আমি বাসা বদলেছি, ছবিটি দেওয়ালে আছে কিন্তু মেডেলটি নেই। প্রায় এক সপ্তাহ তন্ন তন্ন করে খুঁজেছি।

মেডেলটি ঘরে আছে বলেই বিশ্বাস ছিল আর্চারের, ‘আমি জানি এটা ঘরেই আছে। তাই আমি এটা খুঁজে যাচ্ছি।’
‘যেখানে সর্বশেষ দেখেছিলে, হারানো জিনিস সেখানেই খোঁজো,’ পুরনো এই প্রবাদ মেনে আর্চার গেস্টরুমে খুঁজতে গেয়ে আরাধ্য মেডেলটি পেয়ে যান।

টুইটারে লিখেছেন, ‘গেস্টরুমে টানা খুঁজতে খুঁজতে পেয়ে গেছি। -টাইটার থেকে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া