adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জার্মান সুন্দরীর সঙ্গে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর রোমান্স

72983_b2আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেস নেতা সলমন খুরশিদের জার্মান সুন্দরীর সঙ্গে রোমান্সের খবরে নেটদুনিয়ায় ঝড় উঠেছে। তুখোড় রাজনীতিবিদ হিসেবে পরিচিত সলমন খুরশিদের মনে যে এত রস ছিল তা জানা সম্ভব হয়েছে  ভারতের জার্মান দূতাবাসের সৌজন্যে। খুরশিদের  রোমান্সের নেপথ্য নায়ক শাহরুখ খান। করণ জোহর পরিচালিত ও শাহরুখ ও সাইফ আলী খান অভিনীত ’কাল হো না হো’-র জনপ্রিয় এই গানটির ভিডিও  তৈরি করেছেন জার্মান রাষ্ট্রদূত মাইকেল স্টেইনার। আর এতেই সাইফ আলী খানের ভূমিকায় অভিনয় করেছেন খুরশিদ।

ভিডিওতে প্রীতি জিনতা-রূপী মাইকেলের স্ত্রী অ্যালিসের সঙ্গে ‘কাল হো না হো’র ছন্দে পা মিলিয়েছেন খুরশিদ। স্টেইনার স্বয়ং রয়েছেন শাহরুখ খানের চরিত্রে। গত শুক্রবারই নয়াদিল্লির  জার্মান দূতাবাসে ভিডিওটির মোড়ক উন্মোচন হয়েছে সাইফ আলী খান, তার মা শর্মীলা ঠাকুর ও জাভেদ আকতারের উপস্থিতিতে। করণ জোহর ও শাহরুখ ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন। জার্মান রাষ্ট্রদূত মাইকেল  স্টেইনারের বলিউড-প্রীতি দীর্ঘদিনের। তাই সস্ত্রীক অভিনয়ের ডেব্যুতেও থাকল জাভেদ আখতারের কথায় সোনু নিগমের সুরের ‘কাল হো না হো’ গানটি। সাইফ আলী খানের মতো ‘রিল লাইফ’-এর ঘনিষ্ঠতা ভিডিও শ্যুটে তুলে ধরা সলমন খুরশিদের কাছেও ছিল বেশ চ্যালেঞ্জের। রাজনীতির ময়দানের মতোই রিল লাইফের রোমান্সেও খুরশিদ যে ছক্কা হাঁকাতে পেরেছেন তাই নিয়েই যত আলোচনা। আর সেই আলোচনার খবর কানে পৌঁছুতেই ৬২ বছরের পক্ককেশ সলমনও লজ্জায় লাল হয়ে উঠেছেন। তবে ভিডিও দেখে জাভেদ আকতারের সরস মন্তব্য: ভিডিওটি আমার ভয়ঙ্কর সন্দেহ সত্যি বলে প্রমাণ করেছে। আমি সবসময় সন্দেহ করতাম যে, রাজনীতি ও কূটনীতিকরা হলেন এক একজন অভিনেতা। আর এই মিউজিক ভিডিও হলো তারই ডকুমেন্টারি প্রমাণ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া