adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আপা কারও পক্ষে কিছুই বলেননি’-আযম নাসির

PMজহির ভুইয়া ঃ ‘আমরাই জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা গুলোতে নেতৃত্ব দিয়ে থাকি। জেলা ও বিভাগীয় লেভেলে সব ইভেন্ট গুলোতে আমরাই খেলোয়াড় তৈরি করি, আমরা সব ইভেন্টে অংশ নেই। এবং সকল ফেডারেশনের নির্বাচনে আমরাই প্রধান ভূমিকা রাখি। আমরা ভোটার। সে হিসেবে সকল ফেডারেশনের নির্বাচনে আমাদের একটি ভূমিকা থাকে।- কথা গুলো জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, বিসিবির ভাইস প্রসিডেন্ট ও চট্টগ্রামের মেয়র আযম নাসিরের। ফুটবলের নির্বাচন প্রসঙ্গে সরাসরি ঘোষনা দিয়ে বলেন  আপা (প্রধানমন্ত্রী) কারও পক্ষে কিছুই বলেননি’।
গত দুই দিন ধরে ফুটবল ফেডারেশনের নির্বাচনে নাসিরের বিশেষ ভূমিকার কথা বাতাসে ভাসছে। বাঁচাও ফুটবল ব্যানারের পক্ষে নাসির কাজ করছেন এবং একাধিক গোপন বৈঠকে আপোষ রফাও হয়ে গেছে, এমন তথ্য মিডিয়াতে প্রচারিত হয়ে গেছে।
বিষয়টি নিয়ে নাসিরের নিজস্ব বক্তব্য মিডিয়াতে জানা জরুরী ছিল। কারন তিনি ফুটবল নির্বাচনে একজন গুরুত্বপূর্ন ভোটার। এছাড়া আজ রাত অবদি তিনি দুই দফা ফুটবল ভবনে এসেছে।
সন্ধ্যার পর দ্বিতীয় দফায় নাসির ফুটবলে ভবনে এলে মিডিয়া তাকে সরাসির কথা বলতে অনুরোধ জানায়। পরে নাসির মিডিয়ার সামনে বলেন,‘সকলেই নির্বাচনের আগে আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমি জেলা ক্রীড়া সংস্থা নেতৃত্বে আসার পর আগের মতো কোন গুজব নেই। আমরা কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী আমরা আমাদের করনীয় ঠিক করে থাকি।
সামনে ফুটবল ফেডারেশনের নির্বাচন। আমরা এই নির্বাচন নিয়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করেছি। কয়েক দিন আগে আমরা বৈঠক করেছি। সেখানে আমাদের বিভাগের পক্ষ থেকে একাধিক প্রার্থী হয়েছে। এখন কারা কারা থাকবে সেটা আলোচনা হয়েছে। সিদ্ধান্ত নিয়েছি। জেলা ক্রীড়া সংস্থার অনেকেই ভোটার। যারা প্রাথী হয়েছেন তাদের মধ্যে অনেকেই যোগাযোগ করেছেন। অনেকেই পক্ষে সমর্থন আদায়ের চেস্টা করছেন।’
কিন্তু আজ পুরো দিনে আপনি পর্যবেক্ষন করে যা যা পেয়েছেন, সেটা যদি বলতেন? নাসির বলেন,‘কিছু গুজব আমার কানে এসেছে। আমি যতোটা জানি এখানে কোন প্রভাব বিস্তারের চেস্টা করা হচ্ছে না। ৩০ এপ্রিল নির্বাচন হবে। এবং নির্বাচন অবাদ ও সুষ্ঠ হবে। আর নির্বাচনে সকলে স্বাধীন ভাবে ভোট দেবে।’

কিন্ত আপোষ রফার একটি কথা শোনা যাচ্ছে? নাসির বলেন,‘না এটার কোন সুযোগ নেই। এখন পর্যন্ত আমি তেমন কিছু পাইনি।’
নামজুল হাসান পাপন ক্রিকেট বোর্ডের সভাপতি। তিনি কোন না কোন ভাবে ফুটবলের নির্বাচনে প্রভাব ফেলছেন? এ প্রসঙ্গে আপনি কি বলবেন? কারন আপনি বিসিবির ভাইস প্রেসিডেন্ট? আ য ম নাসির বলেন,‘এটা ঠিক না। আমার জানা মতে তিনি ফুটবল ফেডারেশনের নির্বাচন নিয়ে কোন কথা বলেন নি। তিনি ২৪ তারিখ দেশে এসেছেন। তিনি আজ চলে গেছেন। তিনি বলে গেছেন  ফুটবলের নির্বাচন নিয়ে তার কোন আগ্রহ নেই। অবশ্য কেউ যদি ব্যক্তিগত ভাবে পাপন ভাইয়ের কাছে যায় সেটা তার ব্যক্তিগত বিষয়। পাপন ভাই এ বিষয়ে নেই।’
আপনি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং আশিকুর রহমান মিকু মহাসচিব। তিনি সেদিন মিডিয়াতে ঘোষনা দিলেন জেলা ক্রীড়া সংস্থা কাজী সালাউদ্দিনের প্যানেলের পক্ষে সমর্থন দিচ্ছে। এ প্রসঙ্গে কি বললেন? ইাসির জবাবে বলেন,‘আমাদের সমর্থন অব্যাহত আছেন। আগে যা ছিল এখনও তাই আছে।’
সত্যিই আপোষ কি হয়েছে? নাসির-কিছু গুজব রটেছে। এসব তথ্য সত্য নয়। এখন পর্যন্ত কোন সমঝোতা হয়নি। তবে যে কোন সময় হতে পারে। নির্বাচনে অনেক কিছুই তো হয়।’
এদেশের বর্তমান প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর ভূমিকা বিশাল বড় ব্যাপার। দুই প্যানেলের পক্ষেই শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী সমর্থন দিয়েছেন। আসলে কোনটা সত্য? নাসির বলেন,‘আপা সঙ্গে কারও কথা হয়নি। আপান কারও পক্ষে কিছুই বলেননি। আমি তো চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এছাড়া তো আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশেনের মেয়র। আপা যদি কিছু বলতেন তাহলে তো অবশ্যই আমাকে বলতেন। তিনি কিছুই বলেননি। নির্বাচন সুষ্ঠ ও অবাদ ভাবে হবে। প্রার্থীরা তারা যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন।’ 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া