adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেড় বছরেও সন্ধান পাওয়া গেলো না কক্সবাজারের গোমাতলীর ৫ কিশোরের

inaniজামাল জাহেদ কক্সবাজার : কক্সবাজারসহ সারা দেশের অসংখ্য লোকজন মালয়েশিয়ার দালালদের খপ্পরে পড়ে অনেকে নিঃস্ব হয়ে গেলেও তাদের পরিবারের কান্নার রোল থেমে নেই। চিহ্নিত দালালরা মালয়েশিয়া পাঠানোর নামে এক প্রকার জিম্মি করে কৌশলে মোটা অংকের টাকা হাতিয়ে নিলেও মালয়েশিয়া পাঠানো যুবকদের নিহত কিংবা জীবিত কোন সন্ধানই এখনো পর্যন্ত দিতে পারছেনা দালালরা। 

এদিকে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা)’র কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারীর নির্দেশে ঈদগাঁও সাংগঠনিক উপজেলার আওতাধীন প্রতিটি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে-গঞ্জে সরেজমিনে গিয়ে মালয়েশিয়ায় নিখোঁজদের তালিকা তৈরি করতে যাচ্ছে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা মানবাধিকার কাউন্সিল সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল হেলালীর নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। তারই ধারাবাহিকতায় ২০ মে দিনব্যাপী পোকখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম গোমাতলী এলাকায় ৫ জন মালয়েশিয়ায় নিখোঁজদের সন্ধান পেয়েছে। নিখোঁজ হওয়া তরুণ ও যুবকেরা হল পশ্চিম গোমাতলী এলাকার আবদু শুক্কুরের পুত্র মোঃ রমজান আলী, সিরাজুল হকের পুত্র জাহাঙ্গীর আলম, আবু শামার পুত্র শহিদুল্লাহ, মৃত ইয়াকুব আলীর পুত্র ছৈয়দনুর ও নুর মোহাম্মদের পুত্র শাহ আলম। মালয়েশিয়ায় নিখোঁজ হওয়া রমজান আলীর পিতা মানবাধিকার তদন্তকারী দলকে কান্নাজড়িত কণ্ঠে বলেন, মালয়েশিয়ায় পাচারকারী একই এলাকার মৃত জমির উদ্দীন সিকদারের পুত্র মো. নুরুল কবির, মৃত আবু শামার পুত্র আবু বক্কর ও আছদ আলীর পুত্র শফি উদ্দীন, হাকিম আলীর পুত্র জামাল উদ্দীন, লাল মিয়ার পুত্র খলিলুর রহমান সহ আরো কয়েকজন সংঘবদ্ধ আদমপাচারকারী প্রায় দেড় বছর পূর্বে রাতের আঁধারে তাদের ২ সন্তানকে অপহরণ করে নিয়ে যায়। 

খোঁজাখুজির পর তাদের সন্ধান না পেলে অপহরণকারী ১ সদস্য তাদের সন্ধানের বিনিময়ে ৪ লক্ষ টাকা দাবী করে। ভিটামাটি ও গরু-ছাগল বিক্রি করে তাদের কথামত ৪ লক্ষ টাকা যোগাড় করে দিলেও এখনো পর্যন্ত তাদের সন্ধান মিলেনি। দালালদের কাছে তাদের ছেলেদের সম্পর্কে জানতে চাইলে উল্টো বিভিন্ন ধমক দিয়ে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির কথা তদন্তকারী কর্মকর্তাদের কাছে কান্না জড়িত কন্ঠে বলেন। তদন্তকারীর অপরাপর কর্মকর্তারা হলেন নুরুল হাকিম নুকি, স্বপন চৌধুরী, জিকু চৌধুরী, শাহ আলম, রফিকুল ইসলাম কাজল, মোহাম্মদ মহসিন মিয়া ও ফরিদুল আজিম। 

এদিকে তদন্তকালে ৭জন ঐ এলাকার মানবপাচারকারীদের নাম পেয়েছে বলে স্থানীয় সংবাদকর্মীদের লিখিতভাবে জানিয়েছে। তারা হল একই এলাকার নুরুল কবির, আবু বক্কর, আছদ আলী, জামাল উদ্দীন, খলিলূর রহমান, জাহাঙ্গীর আলম ও আবদুল্লাহ। তবে জাহাঙ্গীর আলমের বাড়ীতেই বিভিন্ন এলাকা থেকে লোকজন এনে বেঁধে রাখা হত বলেও তদন্তকারীদল জানান। 

সর্বশেষ ঈদগাঁও সাংগঠনিক উপজেলা মানবাধিকার কাউন্সিল (বামাকা) নেতৃবৃন্দের দাবী ৫ জন ছাড়াও আরো অনেকে নিখোঁজ থাকলেও প্রভাবশালী দালালদের ভয়ে মুখ খুলতে পারছে না। তাই তদন্ত পূর্বক উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় চিহ্নিত দালালদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়েছেন বামাকা নেতৃবৃন্দ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া