adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শক্তিশালী নৌবাহিনীর বিকল্প নেই- বললেন রাষ্ট্রপতি

hamidডেস্ক রিপাের্ট : সমুদ্র সম্পদ আহরণ এবং এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
 
৮ নভেম্বর মঙ্গলবার চট্টগ্রামের বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বানৌজা ঈসা খানকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘খুব শিগগিরই নৌবাহিনীতে সংযোজিত হতে যাচ্ছে দুটি সাবমেরিন। এই অন্তর্ভুক্তির মাধ্যমে বর্তমান দ্বিমাত্রিক নৌবাহিনী ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত হবে।’
 
চট্টগ্রামের বানৌজা ঈসা খান ঘাঁটির কর্মকর্তা ও নাবিকদের পেশাগত প্রশিক্ষণ ও অন্যান্য অপারেশনাল কাজে ‘অসামান্য অবদান’ রাখার স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ এ ন্যাশনাল স্ট্যান্ডার্ড দেন।
 
নৌবাহিনীতে বহর বৃদ্ধির পাশাপাশি বাহিনীটির নিজস্ব বিমান ও সাবমেরিন ঘাঁটিসহ অন্যান্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘আমাদের বিশাল সমুদ্রাঞ্চলে রয়েছে মৎস্য, গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদসহ অনাবিষ্কৃত মূল্যবান সম্পদ। এসব সম্পদ রক্ষা, আহরণ ও সমুদ্র এলাকার সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি শক্তিশালী, আধুনিক ও নির্ভরযোগ্য নৌবাহিনী গড়ে তোলার কোনো বিকল্প নেই। ব্লু-ইকোনমি জাতির ভাগ্য উন্নয়নে অপরিসীম অবদান রাখতে সক্ষম বলে সমুদ্র সম্পদ আহরণ এবং এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এখন সময়ের দাবি।’
 
শক্তিশালী নৌবাহিনীর বিকল্প নেই: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নৌবাহিনীর ঘাঁটি বানৌজা ঈসা খানকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন- সমকাল
রাষ্ট্রপতি জানান, ২০০৯ সালে প্রতিবেশি রাষ্ট্রগুলোর সাথে বিরোধপূর্ণ সমুদ্র এলাকা নির্ধারণের জন্য উদ্যোগগ্রহণ করে বর্তমান সরকার। এরই ফলশ্রুতিতে আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে বাংলাদেশ সম্পূর্ণ ন্যায্যতার ভিত্তিতে বিশাল এক সমুদ্র এলাকায় অধিকার অর্জন করেছে। নৌবাহিনীকে একটি কার্যকর ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য ইতিমধ্যে বর্তমান সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়িত হবে।
 
অনুষ্ঠানে উপকূলীয় এলাকার নিরাপত্তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আবদুল হামিদ বলেন, ‘আমাদের রয়েছে ৭১০ কিলোমিটার উপকূল এলাকা, যেখানে প্রায় তিন কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবিকা নির্বাহের জন্য সমুদ্রের উপর নির্ভরশীল। বহির্বিশ্বের সাথে দেশের বাণিজ্যের ৯০ ভাগেরও বেশি সমুদ্রপথেই পরিচালিত হয়ে থাকে। এমতাবস্থায় আমাদের জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সমুদ্র এলাকার উন্নয়ন ও নিরাপত্তা বিধান করা অপরিহার্য।’
 
মো. আবদুল হামিদ বলেন, ‘আমাদের নৌবাহিনীর সদস্যরা প্রতিনিয়ত অনেক প্রাকৃতিক প্রতিকূলতা মোকাবিলা করে আমাদের সমুদ্র এলাকার নিরাপত্তা নিশ্চয়তা বিধান করে আসছে। এরই স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ নৌবাহিনী এই বছর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছে। ইতোমধ্যে বিশ্ব শান্তি রক্ষায় নৌবাহিনীর অংশগ্রহণ বিশ্ব দরবারে বাংলাদেশ নৌবাহিনীকে প্রশংসিত ও সম্মানিত করেছে।’
 
রাষ্ট্রপতি পরিবেশ রক্ষাসহ গুরুত্বপূর্ণ কাজে নৌবাহিনীর সদস্যদের অংশ নেওয়ার আহ্বান জানান।
 
তিনি বলেন, ‘বিগত দিনগুলোতে আপনারা দেশ গঠনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন জরুরি পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর তৎপরতা সকলের প্রশংসা অর্জন করেছে। ভবিষ্যতে পরিবেশ রক্ষাসহ অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে নৌবাহিনী বলিষ্ঠ ভূমিকা রেখে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখবে বলে আমি আশা করি।’
 
রাষ্ট্রপতি আরো বলেন, ‘আপনারা উঁচুপেশাদারিত্ব, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং কর্মদক্ষতার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবেন এবং নৌবাহিনীর অর্জিত মর্যাদা সর্বদা সমুন্নত রাখবেন- এ আমার প্রত্যাশা।’
 
পরে কুচকাওয়াজে নৌবাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রপতিকে সালাম জানায়।
 
ন্যাশনাল স্ট্যান্ডার্ড কুচকাওয়াজে বিভিন্ন প্রকার ড্রিল প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যরা, চট্টগ্রামের সংসদ সদস্যবৃন্দ, সেনা, নৌ ও বিমাবাহিনী প্রধানসহ বেসমরিক-সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া