adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আড়াই’শ কোটি টাকা লেনদেন হলো এক ঘণ্টায়

DSE_CSE_logo_bangalnews24_160351884নিজস্ব প্রতিবেদক : মূল্য সূচকের উর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে দেশের উভয় শেয়ারবাজারে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারের(১৭ মে) লেনদেন শুরু হয়েছে। লেনদেনের প্রথম এক ঘণ্টা এ উর্ধ্বমুখীতা বজায় রয়েছে।
প্রমথ ঘণ্টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) লেনদেন হয়েছে ২৫৩ কোটি ৪৮ লাখ টাকা। আর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ১৪ পয়েন্ট।
এ দিন সূচকের উর্ধ্বমুখীতার মাধ্যমে ডিএসইতে লেনদেন শুরু হয়। লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে যায়।
এরপর নিম্নমুখী হয়ে পড়ে সূচক। ১০টা ৫০ মিনিটে সূচক আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট কমে যায়। তবে ৫ মিনিটের ব্যবধানে সূচক আবার উর্ধ্বমুখী হয়। বেলা ১১টায় সূচক আগের দিনের তুলনায় বেড়ে যায় ৬ পয়েন্ট। ১১টা ১০ মিনিটে বাড়ে ৭ পয়েন্ট। ১১টা ২০ মিনিটে বাড়ে ৮ পয়েন্ট।
এরপর সাড়ে ১১ টায় সূচক বাড়ে ১৩ পয়েন্ট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১টা ৪৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে ৪ হাজর ৩২৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিকে, ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৩৩ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয়েছে ২৫৩  কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া ৯৯ টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে। কমেছে ১৩৮টি এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায়  রয়েছে- বিএসসিসিএল ইউনাইটেড পাওয়ার, আরএকে সিরামিক, সাইফ পাওয়ার, কেপিসিএল, এসিআই ফর্মুলেশন, বিডি থাই, ওয়েস্টার্ন মেরিন, এমজেএল ও এসিআই।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১৪০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৪০ লাখ টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৮টি, কমেছে ৮০টি ও অপরিবর্তিত রয়েছে ১১টি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া