adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অভিষেক ম্যাচে শরিফুলের রান দেওয়ার রেকর্ড, নাসুম দুর্দান্ত

নিজস্ব প্রতিবেদক : দুইজনের অভিষেক হলো হ্যামিল্টনে। একজন সব পেলেন। আরেকজন ফিরলেন খালি হাতে। অভিষেকে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডকে সঙ্গী করে।
নাসুম আহমেদের শুরুটা ছিল দুর্দান্ত। নতুন বলে প্রথম ৪ বল ডটের পর পঞ্চম বলে এক রান। ষষ্ঠ বলে তার শিকার ফিন অ্যালেন। এরপর আক্রমণাত্মক ব্যাটসম্যান মার্টিন গাপটিলকেও সাজঘরের পথ দেখান নাসুম।

নিজের শেষ ওভারে ডেভন কনওয়ের উইকেটও পেয়ে যেতে পারতেন। সীমানায় শরিফুলের চৌকস ফিল্ডিংয়ে অভিষেকে তৃতীয় উইকেট পেয়েও যেতে পারতেন নাসুম। পাননি। তবে ৪ ওভারে ৩০ রানে উইকেট নিয়ে অভিষেক রাঙিয়েছেন।
অন্যদিকে শরিফুল ৪ ওভারে দিয়েছেন ৫০ রান। প্রতি ওভারেই হজম করেছেন বাউন্ডারি। বাঁহাতি পেসারের অভিষেক কাটাল একেবারেই বিবর্ণ। বাংলাদেশের হয়ে অভিষেকে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটি এখন তার দখলে।

২০০৯ সালে রুবেল হোসেন ভারতের বিপক্ষে অভিষেকে ৪ ওভারে ৪৯ রান দিয়েছিলেন। ২০১৮ সালে আবু জায়েদ রাহী শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে দিয়েছিলেন ৪৫ রান। ২০১২ সাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ ওভারে দিয়েছিলেন ৪৪ রান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া