adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কারামুক্ত হলেন শতবর্ষী নারী

Women-1426867876আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ার একটি কারাগার থেকে ছাড়া পেয়েছেন ১০০ বছর বয়সি এক নারী। তার নাম মার্গারেট এনজিমা। তার মুক্তির পক্ষে জাতীয় ঐক্য তৈরি হওয়ার পর শুক্রবার তাকে ছেড়ে দেয় সরকার। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
শতবর্ষী এই নারীকে গত সপ্তাহে আদালত অবমাননার দায়ে কারাদা- দেওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ, একটি মামলায় আদালত তাকে ১ হাজার ডলার জরিমানা করেছিলেন। তা দিতে ব্যর্থ হন তিনি। পরে তাকে গ্রেফতার করে এমবু কারাগারে ঢুকিয়ে দেওয়া হয়।
প্রতিবেশীদের সঙ্গে জমিজমাসংক্রান্ত একটি মামলায় শতবর্ষী ওই নারীকে জরিমানা করেন আদালত। ব্যক্তিগতভাবে তিনি জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হন। পরে নাইরোবির সিনেটর মাইক সোনকো তা পরিশোধ করেন। তারপর শুক্রবার তাকে ছাড়া হয়েছে।
মার্গারেটকে গ্রেফতারের পরে কেনিয়াজুড়ে ক্ষোভ দেওয়া যায়। জাতীয় ইস্যুতে পরিণত হয় বিষয়টি। অনেক তর্ক-বিতর্কের পর অবশেষে সরকার শতবর্ষী এই নারীকে ছেড়ে দিতে এক প্রকার বাধ্যই হয়েছে।
উল্লেখ্য, আদালত এই নারীকে তিন মাসের কারাদ- দেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া