adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তারেককে নিয়ে উইকিলিকসের খবর বিভ্রান্তিকর

ঢাকা: তারেক রহমানকে যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রতিবন্ধকতার বিষয়ে উইকিলিকস যে তথ্য প্রকাশ করেছে তা নির্ভরযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।

মঙ্গলবার রাতে এক ঘণ্টার বেশি সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন মজিনা। বৈঠকের বিষয়বস্তু নিয়ে পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

দেশে মধ্যবর্তী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব জানতে চাইলে মজিনা বলেন, ‘মধ্যবর্তী নির্বাচন ইস্যুতে প্রধানমন্ত্রী সংলাপের কথা বলেছেন। মধ্যবর্তী নির্বাচনের জন্য সংলাপ একটি ভালো ধারণা।’

দশম জাতীয় নির্বাচন নিয়ে ড্যান ডব্লিউ মজিনা বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন হয়নি। তাই একটি নতুন নির্বাচনের জন্য সংলাপ হবে বলে যুক্তরাষ্ট্র আশা করে।’

দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন কূটনীতিক নিশা দিশাই বিশওয়ালের বাংলাদেশ নিয়ে করা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘গণতন্ত্রে সহিংসতা এড়ানোর বিকল্প নেই। সিনেটে বাংলাদেশ বিষয়ে যে শুনানি চলছে তাতে নিশা এ বিষয়টি উত্থাপন করবেন। বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন ও সহিংসতা বন্ধ করার বিষয়টিতে গুরুত্ব দেয়া হবে।’

তিনি বলেন, ‘সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনিত হবে না।’ তবে পারিপার্শ্বিক বিষয়ে ঘাটতির ইঙ্গিত দিয়েছেন মজিনা।

এছাড়া আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়েও বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান মার্কিন রাষ্ট্রদূত।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনে জনসম্পৃক্তা ছিল না। দ্রুত আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র নির্বাচনের তাগিদ দিয়েছে। সম্প্রতি মার্কিন সিনেটে বাংলাদেশ ইস্যুতে তিনবার শুনানি হয়েছে, এতে বোঝা যায় বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে।’

রাত ৮টা ২৫ মিনিটে শুরু হওয়া বৈঠক শেষ হয় সাড়ে ৯টারও পর। বৈঠকে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান এবং ড. এম ওসমান ফারুক উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া