adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত ও বাংলাদেশ বন্যার সবচেয়ে বেশি ঝুঁকিতে

People+use+a+cycle+rickshaw+to+commute+through+a+flooded+road+after+heavy+rains+in+Guwahati+September+23,+2014.ডেস্ক রিপোর্ট : জলবায়ুর পরিবর্তন ও অর্থনৈতিক অগ্রগতি জনিত কারণে ভারত, বাংলাদেশ ও চীন সবচেয়ে বেশি বন্যার ঝুঁকিতে রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে কথা বলা হয়েছে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘ওয়ার্ল্ড রিসোর্স ইন্সটিটিউট’ থিংক-ট্যাঙ্ক ও নেদারল্যান্ডসের চারটি গবেষণা প্রতিষ্ঠানের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে প্রতিবছর প্রায় ২ কোটি ১০ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়।
প্রতিবেদনে বলা হয়, জলবায়ুর পরিবর্তন ও আর্থ-সামাজিক উন্নয়নের কারণে ২০৩০ সাল নাগাদ বন্যায় ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা বেড়ে ৫ কোটি ৪০ লাখ হবে। ভারত, বাংলাদেশ, চীন, ভিয়েতনামের মত উন্নয়নশীল দেশগুলোর জনগণ এর শিকার বেশি হবে। শুধুমাত্র ভারতেই ৫০ লাখ মানুষ বন্যার শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছে।
যুক্তরাষ্ট্রে প্রতিবছর প্রায় ১ লাখ ৬৭ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। জাতিসংঘের জালবায়ু বিজ্ঞানীরা বলছেন,বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়, অতিবৃষ্টি, ভূমিধস, বায়ু দূষণ, খরা, সমুদ্রের উচ্চতা বৃদ্ধির মতো প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাবে।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব জুড়ে বন্যায় প্রতিবছর ক্ষয়ক্ষতির পরিমাণ ৯৬০০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে ভারতে বাৎসরিক ক্ষতির পরিমাণ ১৪০০ কোটি মার্কিন ডলার, বাংলাদেশে ৫৪০ কোটি মার্কিন ডলার। ২০৩০ সাল নাগাদ এ ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে ৫২ হাজার ১০০ কোটি মার্কিন ডলারে দাঁড়াবে।
গবেষকদের একজন নেদারল্যান্ডসের হ্যাজেল উইনসেমিয়াস রয়টার্সকে বলেন, বন্যার ঝুঁকি ব্যাপক হারে বাড়ছে। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায়। বন্যায় বিভিন্ন দেশের বহুজাতিক কোম্পানিগুলোও ক্ষতিগ্রস্ত হবে। ২০১১ সালে থাইল্যান্ডে বন্যায় আটশ’র বেশি মানুষ মারা যাওয়ার পাশপাশি দেশটির অনেক কারখানা বন্ধ হয়ে গিয়েছিল।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া