adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসলামিক জোটের সম্মেলন থেকে ইরানকে বাদ দিল সৌদি আরব

IRANআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আরব-ইসলামি জোটের সম্মেলন থেকে ইরানকে বাদ দিয়েছে সৌদি আরব। কুদস প্রেস-এর বরাতে জানা যায় ওই সম্মেলণে তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, তিউনেসিয়া, আলজেরিয়া, মরক্কো, মিশর, ইরাক, উপসাগরীয় দেশগুলোসহ অন্যান্য আরব ও ইসলামি দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।
কিন্তু সেই তালিকায় বাদ পড়েছে পারস্য উপসাগরীয় গুরুত্বপূর্ণ দেশ ইরান।
ইরানকে তালিকা থেকে দূরে রাখার পেছনের কারণ কি হতে পারে সেটা নিয়ে বলতে গিয়ে কাতার বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মোহাম্মদ আল মুসফার বলেন: ‘সম্মেলনে ইরানকে বাদ দেওয়ার কারণটি সহজে অনুধাবনযোগ্য। রিয়াদ ও তেহরানের মধ্যে ছিন্ন কূটনীতিক সম্পর্ক এবং ইরানের ইসলামি জোটের অংশ না হওয়ার কারণে এমনটা হয়েছে।’
ট্রাম্পের আসন্ন এই সফর গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। সে অঞ্চলে নিরাপত্তা ইস্যু নিয়ে ইসলামি ও আরব দেশগুলোর সাথে কথা বলবে ট্রাম্প।
তবে উপসাগরীয় অঞ্চলে সৌদি রাজের কঠিন প্রতিপক্ষ ইরানকে কোনঠাসা করার জন্য নতুন এই জোট গঠনে সৌদির মনোযোগ কিনা সেটা দেখার বিষয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া