adv
৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবি উঠলো সংসদে

Khaleda-Khasruনিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে বুধবার মাগরিবের বিরতির পর ‘পয়েন্ট অব অর্ডারে’ তিনি এ দাবি করেন।
খসরু বলেন, ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আপনি গোয়েন্দা পাঠান। কেন তিনি ওখানে থাকেন। সেখানে মজাটা কি?’ তিনি বলেন, ‘রাস্তায় বোমা ফাটালে পাঁচ হাজার, গাড়িতে ১০ হাজার ও মানুষ মারলে ২০ হাজার টাকা দেয়া হয়। এদেরকে গ্রেপ্তার করুন। তাদের জেলে পাঠান, দু-একজনকে আগুনে পুড়িয়ে দিন, তাহলে বুঝতে পারবে।’
খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘খালেদা জিয়া বলেছেন- আনটিল ফার্দার অর্ডার। এ অধিকার তাকে কে দিলো? এ কথা বলার জন্য তাকে জেলে থাকা উচিত। তিনি আরো বলেন, ‘বাড়ির প্রতি তার (খালেদা) আগ্রহ নেই। দেড় থেকে দুই হাজার মানুষ আহত হয়েছে। বার্ন ইউনিটে মানুষ কাঁতরাচ্ছে। আমাদের বিরোধী দলের ভূমিকায় থাকলে হবে না। ইউ হ্যাভ টু গো টু দ্য অ্যাকশান। তাকে গ্রেপ্তার করতে হবে।’
পয়েন্ট অব অর্ডারে প্রথমে বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তারপর একে একে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী, নারী সংসদ সদস্য তারানা হালিম প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া