adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচ টাকা হবে দেশের সর্বনিম্ন মুদ্রা

Five-1421574997নিজস্ব প্রতিবেদক : দেশের সর্বনিম্ন মুদ্রা হবে পাঁচ টাকা। নতুন এ টাকা বাজারে সরবরাহ করার পর থেকে বর্তমান সরকারি এক ও দুই টাকার মুদ্রা থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 
রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে নতুন মূল্য সংযোজন কর (মুসক) আইন নিয়ে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 
অর্থমন্ত্রী বলেন, ‘দুই টাকা এক টাকার পরিবর্তে পাঁচ টাকা বা ১০ টাকাকে সরকারি মুদ্রা করা হতে পারে। অনেক দিন থেকে এ বিষয় নিয়ে কাজ করি নাই। এখন এটি আলোচনা হয়েছে। বর্তমানে যে দুই টাকার সরকারি টাকা রয়েছে, এখন আর তা করা উচি হবে না। একে বড় করতে হবে। নতুন সর্বনিম্ন টাকা আসলে দুই টাকা এক টাকা  থাকবে না। এটি আমাদের সিদ্ধান্ত হয়েছে। সর্বনিম্ন মুদ্রা কি নোটে হবে, নাকি কয়েনে হবে তা আমরা চিন্তা করব। দুটোই হতে পারে।’ 
আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘যখন পাঁচ টাকার নোট ইস্যু করবো তখন দুই টাকা, এক টাকা তুলে নেব। তবে যে পরিমাণ টাকা তোলা হবে ঠিক সেই পরিমাণের নতুন সর্বনিম্ন টাকা ছাড়া হবে। কিন্তু প্রথমত সরকারের ইচ্ছা অনুযায়ী টাকা প্রিন্ট করে ফেলব। এরপর চাহিদা অনুযায়ী তা জনগণের জন্য ছাড়া হবে।’
নতুন টাকায় সরকারের কী লাভ হবে? এ প্রশ্নে তিনি বলেন, ‘এতে সরকারের চাইতে মানুষের বেশি লাভ হবে। কারণ বর্তমান টাকা নিয়ে মানুষের চলাফেরা করতে সমস্যা হয়। এগুলো অনেক টাকা। নতুন টাকা বহনে মানুষের জন্য কিছুটা আরামদায়ক হবে।’

তবে নুতন এ কার্যক্রমে বা পুরাতন টাকা তুলে আনতে সরকারের প্রায় ৩০০ কোটি টাকা খরচ হবে বলে এ সময় মন্ত্রী জানান। 
সারা দেশে বর্তমানে সরকারের কত টাকা আছে? জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘সারা দেশেই টাকা আছে। তবে কত টাকা আছে তা কখনো গণনা করা সম্ভব হয়নি। শুধু ১৯৫৮ সালে মার্শাল লর সময় একবার গণনা করা সম্ভব হয়েছিল এর পরে আর হয়নি। তবে আমার এ ধরনের গণনা করার ইচ্ছা নাই। যখন পাঁচ টাকা ছাড়ব তখন কত টাকা ওঠানো হচ্ছে তার একটা হিসাব রাখব।
এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমানসহ অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবাসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া