adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এনআইএ’র দাবি- গুলশান হামলায় ব্যবহৃত অস্ত্র তৈরি হয় ভারতে

gulshan_28990_1477714039ডেস্ক রিপাের্ট : রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ক্ষেত্রে ব্যবহৃত অ্যাসল্ট রাইফেল ভারতে তৈরি হয় বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- এনআইএ।
 
ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া শনিবার এ খবর দিয়েছে।
 
এতে বলা হয়েছে, পাকিস্তানি বিশেষজ্ঞদের সহায়তায় ১ জুলাই গুলশান হামলার অস্ত্র তৈরি হয় বলে তথ্য দিয়েছে খাগড়াগড় বিস্ফোরণে জড়িত সন্দেহে আটকদের একজন।
 
গত সেপ্টেম্বরে খাগড়াগড় বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করে কলকাতা পুলিশ।
 
গুলশানের ওই সন্ত্রাসী হামলায় ভারতীয় নাগরিক তারিশাই জেনসহ ২০ বিদেশী নিহত হয়। পরে অভিযানে আরও ৫ সন্ত্রাসী নিহত হয়।
কলকাতা পুলিশের হাতে আটক ওই সন্ত্রাসী জানান, পাকিস্তানের উপজাতি বন্দুকনির্মাতারা গোপনে বিহারের মুনগের শহর থেকে মালদা আসে। তারাই একে-২২ অ্যাসল্ট রাইফেল তৈরি করে। পরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত হয়ে ওই অস্ত্র বাংলাদেশে প্রবেশ করে।
 
এনআইএ'র ধারণা, প্রশিক্ষণপ্রাপ্ত ওই বন্দুকনির্মাতারা পাকিস্তানের দারা আদম খেল সম্প্রদায়ের লোক।
 
আধুনিক অস্ত্রকে নকল করতে পারদর্শী এই জনগোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী সংগঠন তালেবানকে সমর্থনের অভিযোগ রয়েছে। পেশোয়ার ও কোহাটের মধ্যবর্তী এলাকায় এদের বসবাস।

এদিকে গুলশান হামলার পর বাংলাদেশের পক্ষ থেকে শুরুতেই অভিযোগ ওঠে এতে ব্যবহৃত অস্ত্র পার্শ্ববর্তী দেশ থেকেই প্রবেশ করে। পরবর্তী সময়ে হামলায় সুনিশ্চিতভাবে মুঙ্গের সংযোগ রয়েছে বলে অভিযোগ করেছিলেন বাংলাদেশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। এ অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে ভারতের বিহার পুলিশ ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া