adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অনুপ চেটিয়া প্রকাশ্যে ক্ষমা চেয়ে বেছে নিলেন শান্তির পথ

jakia..anup111_94728আন্তর্জাতিক ডেস্ক : অতীতের রক্তক্ষয়ী ইতিহাসকে ভুলে শান্তির পথকেই পাথেয় হিসেবে গ্রহণ করলেন উলফা নেতা অনুপ চেটিয়া। গতকাল সোমবার গুয়াহাটির টাডা আদালতে হাজির হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে অনুপ বলেন, অতীতের ভুলের জন্য আমি আসামের মানুষের কাছে ক্ষমা চাইছি। সঙ্গে আরও একটি কথা আমি স্পষ্ট করে দিতে চাই যে, আমি সরকার ও উলফার চলতি শান্তি আলোচনার পক্ষে। আমি চাই আলোচনার মাধ্যমে আসামের সব সমস্যার সমাধান হোক।’

অবশেষে স্বাধীন আসাম বিপ্লবের অন্যতম শীর্ষ নায়ক উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া বললেন, ‘বিপ্লবের জন্য কাজ করতে গিয়ে অনেক মানুষ মেরেছি। প্রচ- ভুল হয়েছে আমাদের। এভাবে কাজ করা ঠিক হয়নি। এই কৃতকর্মের জন্য আমরা এখন অনুতপ্ত। এ জন্য আমরা ক্ষমা চাইছি আসাম রাজ্যবাসীর কাছে।’

দীর্ঘ আঠারো বছর বাংলাদেশের কারাগারে বন্দী থাকার পর গত ১১ নভেম্বর বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ভারতে ফেরেন অনুপ। হত্যা, অপহরণ, ব্যাংক ডাকাতিসহ একাধিক মামলায় গ্রেপ্তার হন আসামের স্বাধীনতার লক্ষ্যে দুই দশকেরও বেশি সময় সশস্ত্র তৎপরতা চালানো ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া। যার আসল নাম গোলাপ বড়ুয়া।

অনুপ চেটিয়াকে সোমবার দুটি মামলায় বিশেষ আদালতে শুনানির জন্য গুয়াহাটি আনা হয়েছিল। বাংলাদেশ থেকে ভারতে প্রত্যর্পণের পর থেকেই প্রশ্ন উঠছিল যে, অনুপের ভবিষ্যৎ পরিকল্পনা কী? তিনি কি পরেশ বড়–য়াপন্থী উলফাকে সমর্থন করবেন,নাকি আলোচনাপন্থী উলফার সঙ্গে শান্তি আলোচনার গতি ত্বরান্বিত করবেন? এতোদিন এ সম্পর্কে তার মতামত জানা যায়নি। সোমবার গুয়াহাটির টাডা আদালত থেকে বেরিয়ে আসার সময় দীর্ঘ আঠারো বছর পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। এ সময় তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল ও আসামের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের জন্যই আজ আঠারো বছর পর আমি দেশে ফিরতে পেরেছি।’

এদিকে, আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেন, ‘আমি বরাবরই শান্তির পক্ষে। আলোচনাপন্থী উলফা নেতারা আমায় জানিয়েছেন, শান্তি আলোচনার ক্ষেত্রে চেটিয়ার অংশগ্রহণ আবশ্যিক। তাই, আমিও চেটিয়ার জামিন চাই। এ নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাও বলেছি’।

উল্লেখ্য, অনুপ চেটিয়ার বিরুদ্ধে আসামের টাডা আদালতে ছয়টি মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। এই মামলাগুলির বিচার প্রক্রিয়ার জন্যই সোমবার তাকে আদালতে হাজির করা হয়। এদিন দুটি মামলায় জামিনের জন্য আবেদন করেছেন অনুপ। ১৭ ডিসেম্বর তার জামিনের আবেদনে শুনানি গ্রহণ করা হবে। আদালত তাকে ফের ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া